১৯ বিজিবি’র তত্ত্বাবধানে সিলেট সীমান্তে ত্রাণ বিতরণ 

    0
    238
    জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবি’র উপর আস্থা রেখে সারাদেশ ব্যাপী হতদরিদ্র জনগনের মাঝে সুষ্ঠু ভাবে সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । তারই ধারাবাহিকতায় ১৯ বিজিবি’র অধীনস্থ বিওপি সমূহের আওতাধীন সীমান্তবর্তী হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণের দায়িত্ব দেওয়া হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত সহায়তার ত্রাণ সামগ্রী স্থানীয় চেয়ারমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গত ০৬ মে ব্যাটালিয়ন ১৯ বিজিবি’র  অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল ইসলাম, পিএসসি ত্রাণ সহায়তা বিতরণ উদ্বোধন করেন।
    ৮ মে বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদ মাওলা ডন, এএফডব্লিউসি, পিএসসি’র উপস্থিতিতে উত্তরকুল, সোনাপুর, লক্ষীবাজার, লোভাছড়া এবং বিয়াবাইল বিওপি’র পার্শ্ববর্তী এলাকা সমূহে খেটে খাওয়া, গরিব-দূঃখী এবং কর্মহীন মানুষের মধ্যে সহায়তার ত্রাণ বিতরণ করা হয়। সহায়তার ত্রাণের প্রতি প্যাকেটে ৬ কেজী চাউল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১কেজি ডাল সহ অন্যান্য মোট ১১কেজি খাদ্য সামগ্রী করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধ মূলক সকল নির্দেশনা ও দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।