১৯৭১ এ বয়স ১২ বছর ৬ মাস হলে মুক্তিযুদ্ধার স্বীকৃতি

    0
    318

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮জানুয়ারীঃ  আবারও বয়স কমানো হলো মুক্তিযোদ্ধা হওয়ার ক্ষেত্রে। মুক্তিযোদ্ধাদের বয়স পূনঃনির্ধারণ করেছে সরকার। ১৯৭১ সালের ৩০ নভেম্বর যাদের বয়স ১২ বছর ৬ মাস ছিল ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা এখন মুক্তিযুদ্ধা হিসেবে স্বীকৃতি নিতে পারবে।

    বুধবার (১৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সর্বশেষ ২০১৭ সালে বয়স সংশোধন করা হয়েছিল। তখন বয়স ছিল ১৩ বছর। নতুন পরিপত্রে বয়স ছয় মাস কমানো হল।

    মুক্তিযোদ্ধা বিবেচনার নূন্যতম বয়স পুনঃনির্ধারণ করে জারি করা সংশোধিত পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ৩০ নভেম্বর ১৯৭১ খ্রিস্টাব্দে কমপক্ষে ১২ বছর ০৬ মাস হতে হবে।

    উল্লেখ্য, ১৯ জুন ২০১৭ খ্রিস্টাব্দে জারিকৃত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৭৭২ স্মারকের পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার নূন্যতম বয়স ১৩ বছর ছিল।