১৪৮ জন যাত্রী ও ৬ ক্রু নিয়ে জার্মানির উড়োজাহাজ ফ্রান্সে বিধ্বস্ত

    1
    466
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫মার্চঃ ১৪৮ জন যাত্রী ও ৬ ক্রু নিয়ে জার্মানির একটি উড়োজাহাজ মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দুর্ঘটনায় কাউকে জীবিত পাওয়া নাও যেতে পারে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, ফ্রান্সের মাটিতে এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা, ফ্রান্স টোয়েন্টিফোর, ইউরো নিউজ
    জার্মানি বিমান সংস্থা ‘জার্মানউইংয়’র বিমানটি মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাচ্ছিল। পথে ফ্রান্সের পার্বত্য এলাকা ডিগনে লা বেইনাস নামে একটি গ্রামের কাছে এটি বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত হওয়ার আগে স্থানীয় সময় সকাল ১০টা ৪৭ মিনিটের দিকে বিমানটি জরুরি বিপদ সঙ্কেত পাঠিয়েছিল। এর কিছুক্ষণ পরই এটি রাডার থেকে হারিয়ে যায়। এ সময় বিমানটি নিজ গতিপথ থেকে অনেকখানি সরে গিয়েছিল বলেও জানায় জার্মানির মিডিয়াগুলো। এতে জার্মান যাত্রীই বেশি ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    জার্মানির সরকারি বিমান সংস্থা ‘লুফথানসা’ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘তারা এখনো জানেন না ফ্লাইট-ফোরইউ৯৫২৫-এর ভাগ্যে কী ঘটেছে। তারা আরোহীদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। তাদের আশঙ্কা সত্যি হলে এটি লুফথানসার জন্য একটি কালো দিন হতে যাচ্ছে। তারা এখনো যাত্রীদের জীবিত উদ্ধারের আশা করছেন।’
    তবে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস আশঙ্কা করেছেন, কোনো যাত্রীই হয়তো আর বেঁচে নেই। পরে ফরাসি এক ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যালেইন ভিদালিস জানান, বিমান বিধ্বস্ত হওয়ায় একজন আরোহীও বেঁচে নেই। দুর্ঘটনাস্থলে ফ্রান্স এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে জার্মানিকে সহায়তার আশ্বাস দিয়ে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
    ফরাসি একটি চ্যানেল বিমানটির দুর্ঘটনার সময় আল্পসের আবহাওয়ার কিছু বিবরণ দিয়েছে। তাদের দাবি_ জার্মানইউংয়ের এয়ারবাসটি ভূমধ্যসাগরের ওপর দিয়ে কিছু অস্থিতিশীল এলাকার ওপর দিয়ে উড়ে এসেছে। তবে ওই সময় আল্পসের আবহাওয়ার অবস্থা স্থিতিশীল ছিল।যাযাদি