১৩ ফেব্রুয়ারি কমলগঞ্জে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২ফেব্রুয়ারী,শাব্বির এলাহী:  রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের প্রি-ভোকেশনাল স্কিল প্রশিক্ষণ (পাইলট) কর্মসুচীর আওতায় মৌলভীবাজারজেলার কমলগঞ্জ উপজেলার ২টি কেন্দ্রে প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা কারিতাস মটস কর্তৃক মোট ১৬০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্ত কার্যক্রমের সনদপত্র প্রদান অনুষ্ঠানে যোগদান করতে ১৩ ফেব্রুয়ারি শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

    সকাল ১০টায় কমলগঞ্জে প্রি-ভোকেশনাল স্কিল প্রশিক্ষণ কার্যক্রমের সনদপত্র প্রদান অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে১০/০২/২০১৬ইং তারিখের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. এম, মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

    কমলগঞ্জ উপজেলা নির্বাহী সফিকুল ইসলাম জানান,উপজেলা অডিটোরিয়ামে সনদপত্র প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।