১১ দফা দাবীতে শেভরনে নিরাপত্তাকর্মীদের বিক্ষোভ কর্মসূচী

    0
    234

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৯এপ্রিল,শিমুল তরফদারঃ  মার্কিন তেল ও গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশ পরিচালিত মৌলভীবাজার গ্যাস প্লান্টের নিরাপত্তাকর্মীরা তাদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ ৯ এপ্রিল রবিবার সকালে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে তারা।
    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উজেলার কালাপুরে অবস্থিত মৌলভীবাজার গ্যাস প্লান্টের ২৩০ জন নিরাপত্তাকর্মী তাদের কর্মসূচীতে অংশ গ্রহণ করে। নিরাপত্তাকর্মীদের ১১ দফা দাবীসমূহ হলো- বকেয়া বাৎসরিক মুনাফা আদায় (৫%), চাকুরী স্থায়ীত্বকরণ, প্রতিবছর বাৎসরিক বেতন বৃদ্ধিকরণ, শ্রমিককল্যাণ তহবিল সংযুক্তকরণ, জ্বালানী খনিজ ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের ঝুঁকিভাতা সংযুক্তকরণ, শ্রামক কর্মচাপরীদের বাসস্থান ও যোগাযোগ ভাতা সংযুক্তকরণ, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বৈষম্য নীতি দূরীকরণ, আনাদায়ি ছুটি নগদিকরণ, সাপ্তাহিক ছুটি দুইদিন ধার্যকরণ, শ্রমিক কর্মচারীদের বীমায় সংযুক্তিকরণ ও বেতন বৈষম্য দূরীকরণ।
    রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ হাফিজ, মো. রনি আহমেদ, মো. জালাল মিয়া, মো. জামাল মিয়া, আবলুস মিয়া, সুমন আহমদ, মোস্তাকিন মালিক, উজ্জ্বল রায়, সুজিত দেব প্রমূখ।