১০ অক্টোবর শ্রমিকনেতা মফিজ আলীর ৫ম মৃত্যুবার্ষিকী

    0
    238

     আমারসিলেট 24ডটকম,৩০সেপ্টেম্বর: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর সাবেক কেন্দ্রীয নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি, সামরাজ্যবাদ সামন্তবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক, ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ভাষা আন্দোলনের নেতা, প্রখ্যাত চা শ্রমিকনেতা মফিজ আলী-এর ৫ম মৃত্যুবার্ষিকী আগামী ১০ অক্টোবর। প্রতি বছরের মতো এবারও প্রয়াত জননেতা মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালনের জন্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখা বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচীর মধ্যে রয়েছে ১০ অক্টোবর সকাল ১০ টায় প্রয়াত নেতার কমলগঞ্জ উপজেলার ধোপাটিলাস্থ সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    সম্প্রতি   বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির এক কর্মিসভায় উক্ত সিদ্ধান্ত গৃহিত হয়। শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির সদস্য মৃগেন চক্রবর্তী, কৃষক নেতা ডা. অবনী শর্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্টঃ ২৩০৫ এর মোঃ মোস্তফা কামাল, রিকশা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ, চা শ্রমিক সংঘের সন্যাসী নাইড়–, ট্রেড ইউনিয়ন সংঘের কর্মি সুমন বিশ্বাস কালা, তাজুল, শাহজাহান মিয়া প্রমুখ।

    সভায় প্রয়াত জননেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি লিফলেট প্রকাশ করার এবং ট্রেড ইউনিয়ন সংঘ-এর ১২-তম দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলন উপলক্ষে জেলা কমিটির আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও সার্বিক পর্যালোচনা করা হয়। সভায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ দেশব্যাপী বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে ১ অক্টোবর সিলেট  বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা গ্রহণের সিদ্ধান্ত হয়। সভায় এক প্রস্তাবে গত ২০ সেপ্টেম্বর ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ট্রেড ইউনিয়ন সংঘ-এর ১২-তম দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলনে জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাসকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানান হয় ও কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতঞ্জতা প্রকাশ করা হয়।

    সভায় জাতীয় ন্যূনতম মজুরী ৮০০০ টাকা , শ্রম স্বার্থ বিরোধী শ্রম আইন(সংশোধন) ২০১৩ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রনয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রীমঙ্গলে স্থায়ী লেবার কোর্ট চালু, চা শ্রমিকদের দৈনিক মজুরী ৩০০ টাকা, হোটেল শ্রমিকদের নিন্মতম মজুরী গেজেট কার্যকর, রিকশা শ্রমিকদের ন্যায্য ভাড়া ও সর্বস্তরে রেশনিং চালু করার দাবী জানান হয়।