১০ম সংসদের সংসদ সদস্য নন বিরোধী দলীয় নেতাও ননঃআশরাফ

    0
    213

    আমারসিলেট24ডটকম,০৯জানুয়ারীঃ  সাবেক প্রাধানমন্ত্রী এবং বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়া আজ (বৃহস্পতিবার) থেকে আর বিরোধী দলীয় নেতা নন বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সংসদ ভবনের লবিতে ১০ম জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফুল বলেন, আজকে যারা শপথ নিয়েছেন তারাই সংসদ সদস্য। আর কোন সংসদ সদস্য নেই। ৯ম সংসদ আর নেই। ১০ম সংসদে খালেদা জিয়া সংসদ সদস্য নন, সুতরাং, অবশ্যই খালেদা জিয়া আর বিরোধী দলীয় নেতা নন। ১০ম জাতীয় সংসদ কত দিন থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এই সরকার ৫ বছরের জন্য। ৫ বছর পর এই সরকারের আর থাকার সুযোগ নেই।তিনি আরও  বলেন, এই সংসদ কত দিন থাকবে তা নির্ভর করে প্রধানমন্ত্রীর উপর। প্রধানমন্ত্রী চাইলে যে কোন সময় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দিতে পারেন। সুতরাং আপনারা দেখেন প্রধানমন্ত্রী এই সংসদের মেয়াদ কত দিন রাখেন। তিনি আরও বলেন, মন্ত্রিসভায় কারা থাকবে বা থাকবে না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। জাতীয় পার্টি কিভাবে থাকবে তা তারাই নির্ধারণ করবে। বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গক্রমে আশরাফুল ইসলাম উল্লেখ্য করেন,সাবেক বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে আগেও বলা হয়েছে, আবারও আলোচনার আহ্বান জানানো হচ্ছে। এই আলোচনার ভিত্তিতে আগামীতে রাজনীতি কেমন হবে তা নির্ধারণ করা হবে।