হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদ ওষুধে কোভিড-১৯ সারে

    0
    281

    ভারত সরকার আবারও বলেছে, বিকল্প চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ ওষুধ দিয়ে কোভিড-১৯ মোকাবেলা করা যাবে।

    করোনাভাইরাস

    চলতি বছরের জানুয়ারি মাসে দেয়া প্রথম এক উপদেশ বার্তায় ভারতের বিকল্প চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছিল। এ ছাড়া উপসর্গ ব্যবস্থাপনার ক্ষেত্রে ইউনানি ওষুধ ব্যবহারের পরামর্শও এতে দেয়া হয়। এ বিকল্প চিকিৎসাধারা ওষুধ ব্যবহার করে কোভিড-১৯’এর চিকিৎসা করার জন্য দ্বিতীয় দফা উপদেশ দেয়া হয় চলতি মাসের ৬ তারিখে। ভারতের সব প্রদেশ এবং ইউনিয়ন টেরিটরির প্রধান সচিবালয় পাঠান হয় এটি।

    চার পাতার এ উপদেশ বার্তায় কোভিড-১৯’এর চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক ওষুধ আর্সিকাম অ্যালবাম ৩০ প্রয়োগের পরামর্শ দেয়া হয়। শ্বাসতন্ত্রের সংক্রমণে এ ওষুধ হোমিও চিকিৎসকরা সাধারণত ব্যবহার করেন।

    আমচি বা সোয়া-রিগা’য় ব্যবহৃত কিছু ওষুধ

    এতে, কোভিড-১৯ ঠেকাতে যোগাসন এবং প্রাণায়ামের পাশাপাশি তুলসী পাতা, আদা সেঁচা এবং হলুদ দিয়ে ফুটানো পানি মাঝে মাঝে খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। যোগ্য যোগগুরুর নজরদারিতে যোগাসন এবং প্রাণায়াম করতে বলা হয়েছে। এতে, অন্যান্য বিকল্প চিকিৎসাধারায় প্রচলিত ওষুধ ব্যবহারের পরামর্শও সুনির্দিষ্ট ভাবে দেয়া হয়।

    প্রথম দফায় আয়ুস থেকে এ পরামর্শ দেয়ার পর তা ভারতজুড়ে তীব্র সমালোচনার ঝড় তুলেছিল।irna