হোটেল রাজমনী ঈসাখাঁতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইফতার

    0
    138

    “রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন-দুর্নীতি আর সন্ত্রাসের জোয়ারে ভাসছে দেশ”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মেঃ ৩০ মে ২০১৮ বুধবার বিকালে রাজধানী ঢাকায় কাকরাইলস্থ হোটেল রাজমনী ঈসাখাঁয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা আজ ভালো নেই, দুর্নীতি আর সন্ত্রাসের জোয়ারে ভাসছে দেশ। এখন মাদক নিয়ন্ত্রণের নামে যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড  চলছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না।

    মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে এরশাদ বলেন, সংসদের মাদকের গডফাদার রয়েছে, এদেরও আইনের আওতায় আনতে হবে। তিনি দেশের ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির নেতৃত্বধীন সম্মিলিত জাতীয় জোটে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করব। সাবেক প্রেসিডেন্ট এরশাদ সমকালীন বিশ্বে মুসলিম নির্যাতনের প্রসঙ্গ তুলে এনে বলেন, মুসলমানদের অনৈক্যেও কারণে আজ মুসলমানদের এ দশা। মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদীদের স্বার্থ সংরক্ষণে ইসরাইলের সাথে যোগ সাজশে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালাচ্ছে। এ অবস্থার পরিবর্তন করতে হলে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা এম এ মতিন। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়ম সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি। ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান আলকাদেরী।

    বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সি.যুগ্মসচিব স.উ.ম. আবদুস সামাদের স ালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল হোসাইন বাবলা এমপি, সুনিল শুভ রায়, বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরীকত মাওলানা হারুনুর রশীদ. পীরে ত্বরীকত মাওলানা ফকির সৈয়দ মুসলিম উদ্দিন আহমদ,যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল মোমেন, অধ্যক্ষ আবু জাফর মো. মঈনুদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুজাফফর আহমদ।

    আরও উপস্থিত ছিলেন,জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী, এড ইসলাম উদ্দিন দুলাল, অর্থ সচিব আবদুল মতিন, ইঁিঞ্জনিয়ার মোহাম্মদ এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঁিঞ্জনিয়ার নুর হোসাইন, আবদুর রহিম, এড. মোখতার, আবদুল হাকিম, যুবনেতা ফিরোজ আলম, সৈয়দ আবু আজম ও ছাত্রনেতা এইচ এম শহিদুল্লাহ, সৈয়দ মুহাম্মদ খোবাইব প্রমুখ।

    সভাপতির বক্তব্যে ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান এম এ মান্নান বলেন, “দেশের মানুষ পরিবর্তন চাই, পরিবর্তনের সম্মিলিত জাতীয় জোট। সাবেক সফল রাষ্ট্রনায়ক এরশাদের নেতৃত্বে জাতীয় জোট দেশের সাধারণ মানুষের অধিকার আদায় করবে।”