হেফাজতের কর্মকাণ্ডে গোপন অর্থদাতাদের ৩১৩ জন চিহ্নিত

0
744
হেফাজতের কর্মকাণ্ডে গোপন অর্থদাতাদের ৩১৩ জন চিহ্নিত
হেফাজতের কর্মকাণ্ডে গোপন অর্থদাতাদের ৩১৩ জন চিহ্নিত

দেশ ও প্রবাসে হেফাজতে ইসলামের কর্মকাণ্ডে গোপনে অর্থদাতাদের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে ৩১৩ জন অর্থদাতাকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। ২৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। হাফিজ আক্তার বলেন, হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে। তা ছাড়া মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে ছয় কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।

পুলিশ কর্মকর্তা বলেন, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতেই সাবেক আমির আল্লামা শফীকে সরিয়ে দেয়ার পরিকল্পনা হয়। ওই বিয়ের অনুষ্ঠানে মামুনুল হক, জুনায়েদ আল হাবিবসহ কয়েকজন নেতার বৈঠক হয়। সেই বৈঠকে আল্লামা শফীকে সরিয়ে বাবুনগরীকে আমির করার পরিকল্পনা করা হয়। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা নাশকতার মামলায় হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বেশির ভাগের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে ভয়াবহ নাশকতার মামলাও বিদ্যমান আছে। প্রচণ্ড চাপের মুখে থাকা হেফাজতে ইসলাম গত রবিবার রাতে তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করেছে।