হুগো সাভেজ ছিলেন অকুতোভয় বুদ্ধিদীপ্ত এক লড়াকু সৈনিক : আনিসুর রহমান মল্লিক

    0
    640

    বিশ্বব্যাপী বিশেষ করে ভেনিজুয়েলাসহ লাতিন আমেরিকায় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের হুগো সাভেজ ছিলেন অকুতোভয় বুদ্ধিদীপ্ত এক লড়াকু সৈনিক। লাতিন আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধী এ মহান যোদ্ধার মৃত্যুতে শুধু ভেনিজুয়েলা নয়, সারা বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী জনগণ এক মহান যোদ্ধা ও সাহসী বীরকে হারালো যা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে অপূরণীয় ক্ষতি। গতকাল রাজধানীর তোপখানা রোডস্থ শহীদ রাসেল মঞ্চে ১০ বাম দলের আয়োজিত স্মরণ সভায় বক্তারা এ কথা বলেন।
    ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, বিশ্বের শান্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কাশেম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, গণতান্ত্রীক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শামসুজ্জামান সেলিম, বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা বাবুল বিশ্বাস, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বিএসডি) কেন্দ্রীয় নেতা বিপ্লব বিজয় দাস প্রমুখ। সভা পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দিপায়ন খিসা।
    বক্তারা হুগো সাভেজের পথ ধরে বাংলাদেশেও গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন জোরদার করার মধ্য দিয়ে বর্তমান সংকটকে মোকাবেলা করতে হবে। বক্তারা আরও বলেন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।