হিন্দুদের উপর হামলা মেনে নেওয়া যায় নাঃযুব মৈত্রী

    0
    225

    আমার সিলেট  24 ডটকম,০৩নভেম্বরঃ গতকাল শনিবার পাবনা জেলার সাথিয়া উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের মাধ্যমে ২০-২৫টি হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘর ও দুটি মন্দির ভাংচুর করে এলাকার একটি মিথ্যা ঘটনার সূত্র ধরে হিন্দু সাম্প্রদায়ের মানুষের উপর যে হামলা করেছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। সাথিয়া উপজেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি মোস্তফা আলমগীর রতন ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য আমরা আমাদের স্বাধীন দেশে সকল ধর্মীয় সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা ছিলো মুক্তিযুদ্ধের মহান আদর্শ। সেই আদর্শকে ধ্বংস করার জন্য দেশে মৌলবাদী-জঙ্গিবাদীরা দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালাচ্ছে। যা আমরা দেশের রামুসহ বিভিন্ন ঘটনার মধ্যদিয়ে দেখেছি। বিএনপি-জামাত জোট সাম্প্রদায়িক দক্ষিণপন্থী নৈরাজ্যবাদী রাজনীতির চর্চা অব্যাহত রেখেছে। অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামাত জোটের অপশক্তি অপরাজনীতি পরাস্ত করতে যুব জনতাকে রাজপথে থাকতে আহ্বান ও সাথিয়া উপজেলায় সংঘটিত হামলা নৈরাজ্যের সাথে সম্পৃক্ত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।