হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মতবিনিময়

    0
    221

    হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সাংস্কৃতিক সচিব শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী বলেন, সুস্থ সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে না পারলে সন্ত্রাস জঙ্গিবাদী বিভীষিকা থেকে নিষ্কৃতি মিলবে না। অপসংস্কৃতির প্রাবল্যকে ঢেকে দিতে সুস্থ মননশীল ইসলামী সংস্কৃতি চর্চা জোরদার করতে হবে।

    তিনি আগামী ১১ সেপ্টেম্বর মঙ্গলবার নগরীর লালদীঘি  মাঠে হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ কামনা করেন। আজ ০৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চেরাগি পাহাড়স্থ র্কাযালয়ে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সাংস্কৃতিক কমিটির মতবিনিময় সভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুগ্ম সাংস্কৃতিক সচিব শায়ের মুহাম্মদ মঈনুদ্দীন কাদেরীর স ালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সাংস্কৃতিক সচিব শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী।

    মতবিনিময় সভায় দেশের খ্যাতনামা ইসলামী সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ শরফুদ্দিন আকবরি, মুহাম্মদ সাইফুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মাসুদ রেজা, মুহাম্মদ শাহ আলম কাদেরি, মুহাম্মদ সরোয়ার উদ্দিন কাদেরি, মুহাম্মদ ইমরান হুসাইন কাদেরি, মুহাম্মদ বখতিয়ার উদ্দিন কাদেরি, মুহাম্মদ রিয়াদ বাদশাহ, আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ ইমরান হুসাইন কাদেরি, মুহাম্মদ রাশেদুল ইসলাম কাদেরি, সৈয়দ মুহাম্মদ নুরশেদ রেজা, মুহাম্মদ ইয়াসিন রেজা, মুহাম্মদ মামুন, মুহাম্মদ ইব্রাহীম তানভীর, আলামিন রেজা, মুহাম্মদ জাহেদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ ইমাম হুসাইন, মুহাম্মদ এমদাদ হুসাইন, মুহাম্মদ ইব্রাহীম আরমান রেজা, মুহাম্মদ আরমান রেজা, মুহাম্মদ আসিফ রেজা, সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের রেজা, হাফেজ মুহাম্মাদ মামুনুর রশিদ, মুহাম্মদ আশরাফুল ইসলাম, মুহাম্মদ নেছার উদ্দিন কাদেরি, মুহাম্মাদ শহিদুল ইসলাম, মুহাম্মাদ মাসুদ রানা, মুহাম্মাদ মুন্না, মুহাম্মদ মুরশেদ রেজা, মুহাম্মাদ শহিদুল ইসলাম, মুহাম্মাদ মাইনুদ্দিন চিসতি, মুহাম্মদ মুকাদ্দেস হুসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।প্রেস বার্তা