হাসপাতালের বিভিন্ন দাবিতে নড়াইলে মানব বন্ধন

    2
    335

     আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭এপ্রিল,সুজয় কুমার বকসীঃ বিশ্ব স্বাস্থ্য দিবসে নড়াইল জেলা আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করণ ,প্রয়োজনীয় জনবল ও অর্থ বরাদ্দের দাবিতে নড়াইলে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টস্ সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে সদর হাসপাতাল সামনে নড়াইল- যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন সভাপতি মোঃ হেফজুর রহমান খুশবু, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ আল বাকীসহ অনেকে।

    বক্তরা বলেন, উন্নত স্বাস্থ্য সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার,নড়াইলবাসী সে অধিকার থেকে বঞ্চিত, নড়াইল সদর হাসপাতালটি ১০০ শয্যার হাসপাতাল হলেও নেই পর্যাপ্ত জনবল ও চিকিৎসক। তাই অবিলম্বে জেলা আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করণ ,প্রয়োজনীয় জনবল ও অর্থ বরাদ্দ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপের দাবি জানানো হয়।