হার্টের বিশেষ জায়গায় কিডনি আছেঃধারনা ট্রাম্পের

    0
    241

    উদ্ভট সব মন্তব্য করে বরাবরই দেশে বিদেশে আলোচনার পথ্য হয়ে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি উদ্ভট  এক মন্তব্য করে  আলোচনার ঝড় তুলেছেন তিনি।

    হার্টের ভেতরে কিডনি থাকে-তার এমন মন্তব্যে এবার চোখ কপালে উঠেছে চিকিৎসকদের। খবর দ্য গার্ডিয়ানের।

    বুধবার ওয়াশিংটন ডিসির আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে মার্কিনিদের কিডনি সংক্রান্ত স্বাস্থ্যসেবা নীতির উন্নয়নে এক নির্বাহী আদেশে ট্রাম্প সই করেন।

    এরপর দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘হার্টের বিশেষ জায়গায় কিডনি আছে।’

    এ সময় তিনি কিডনি বিশেষজ্ঞদের উদ্দেশে বলেন, ‘আপনারা এই বিষয়গুলো নিয়ে কঠোর পরিশ্রোম করেছেন, কিডনি নিয়ে আপনারা আসলেই কঠোর শ্রম দিয়েছেন। হৃদযন্ত্রের খুবই বিশেষ জায়গায় কিডনি আছে। এটি একটি অবিশ্বাস্য বিষয়।’

    মুহূর্তের মধ্যে ট্রাম্পের এই বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এবং শুরু হয় জগতব্যাপি সমালোচনা ও হাস্যরসের ঝড়।