হারিয়ে যাচ্ছে বগুরার শহীদ চান্নু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

    0
    331

    বিসিবির নেই কোন পদক্ষেপ!

    আমার সিলেট টোয়েন্টি ফোর ডটকম,ক্রীড়া প্রতিবেদক,১৫অক্টোবর:বর্তমান ক্রিকেট পাগল ভক্তরা বাংলাদেশকে কেবল মাত্র মিরপুর কিংবা চট্টগ্রামের মধ্যেই খেলতে দেখে।ক্রিকেট তাদের রক্তের সাথে প্রায় অনেকটাই মিশে গেছে।অনেকেই প্রতিদিনের খবরের পত্রিকাগুলো সংগ্রহ করে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের খুটিনাটি জানতে।কেউ বা প্রতিদিনের বেশির ভাগ সময়ই ব্যায় করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেইজের পেছনে।
    ক্রিকেট নিয়ে যাদের এত যল্পনা কল্পনা সেই ক্রিকেট প্রেমিকরা কেবল বাংলাদেশের কিকেট স্টেডিয়াম হিসেবে মিরপুরের শেরে বাংলা,চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কিংবা নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামকেই চিনেন।মাঝে মাঝে জেগে উঠতে দেখা যায় চট্টগ্রামের আরেক স্টেডিয়াম এম এ আজিজ,খুলনার শেখ আবু নাসের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
    এসব ছাড়াও বাংলাদেশ ক্রিকেটের যে আরও কিছু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তা কয়জনে জানে?
    তেমনি একটি বৃহৎ আকারের স্টেডিয়াম হল শহীদ চান্নু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।বগুড়া জেলা স্টেডিয়াম নামেও পরিচিত এই স্টেডিয়ামটি।দেশের সর্ববৃহৎ উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের অন্তর্গত বগুড়া জেলায় অবস্থিত দেশের অন্যতম এই ক্রিকেট স্টেডিয়ামটি।বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম গুলোর মধ্যে সবচেয়ে বড় ও দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম হল শহীদ চান্নু ক্রিকেট স্টেডিয়াম।স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৩৪,০০০।

    সাধারণ গ্যালারী সহ স্টেডিয়ামটিতে রয়েছে ভিআইপি গ্যালারী,প্রেসিডিয়াম বক্স,ফাইভ স্টার হোটেল সহ আন্তর্জাতিক মানের সকল ব্যবস্থা।২০০১ সালে তৎকালীন বিএনপি সরকার কতৃক প্রতিষ্টিত হয় স্টেডিয়ামটি।সরকারের দ্রুত প্রচেষ্টায় মাত্র তিন বছরে সম্পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম নির্মানের সকল কাজ।২০০৪ সালে আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় স্টেডিয়ামটির।সফল ভাবে টুর্নামেন্টটির অায়োজন করায় এবং একমাত্র ভেন্যু হিসেবে শহীদ চান্নু ক্রিকেট স্টেডিয়ামে ব্যবহার করায় স্টেডিয়ামটি সীমিত সময়েই অাইসিসির নজর কাড়ে।

    ২০০৬ সালে শ্রীলংকা দলের বাংলাদেশ সফরের সবগুলো ম্যাচ বিসিবি আয়োজন করেছিল বগুড়ার শহীদ চান্নু ক্রিকেট স্টেডিয়ামে।শ্রীলংকা সিরিজের মধ্য দিয়েই দেশের গন্ডি পেরিয়ে শহীদ চান্নু স্টেডিয়াম আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়।২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ শ্রীলংকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি শহীদ চান্নু ক্রিকেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি দেয়।২০০৬ সালের ৮ই মার্চ শ্রীলংকা-বাংলাদেশের টেস্ট ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় স্টেডিয়ামটির।তবে বেশিদিন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি স্টেডিয়ামটি।একই বছরের ডিসেম্বর পর্যন্তই আয়োজনকাল ছিল স্টেডিয়ামটির।২০০৬ সালের ৫ই ডিসেম্বরের বাংলাদেশ-জিম্বাবুয়ের একদিনের ক্রিকেট ম্যাচটিই ছিল শহীদ চান্নু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত শেষ ম্যাচ।২০০৬ সালে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে স্টেডিয়ামটি হারায় তার চিরচেনা রূপ।এরপর থেকে বর্তমান ২০১৬ সাল পর্যন্ত  দীর্ঘ দশ বছরের মধ্যে বগুড়ার শহীদ চান্নু স্টেডিয়ামে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়নি।এমনকি হয়নি কোন কাউন্টি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট।তৎকালীন বিএনপি সরকার কতৃক প্রতিষ্টিত স্টেডিয়ামটির দিকে কোন নজরই দিচ্ছেনা বর্তমান ক্রিকেটবান্ধব আওয়ামিলীগ সরকার।বিসিবিও কোনরকম নজর রাখছেনা স্টেডিয়ামটির দিকে।বিএনপি সরকারের আমলে প্রতিষ্টিত আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামটি বর্তমানে পড়ে রয়েছে বেহাল দশায়।বর্তমানে এটি বগুড়া জেলা স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হলেও হচ্ছেনা কোন আন্তর্জাতিক কিংবা ঘরোয়া বড় ধরনের টুর্নামেন্ট।

    অযত্নে আর অবহেলায় স্টেডিয়ামের গ্যালারীর বিভিন্ন চেয়ারে ফাটল দেখা গিয়েছে।স্টেডিয়ামের গ্যালারীতে নেই কোন আকর্ষনীয় কালার।বর্ষা মৌসুমে স্টেডিয়ামটি প্রায়ই হয়ে থাকে স্যাঁতসেঁতে আর কাদাযুক্ত।অচিরেই হারিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক এই স্টেডিয়ামটি।বিগত ১০ বছর কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন না করায় স্টেডিয়ামটি হারিয়েছে তার আন্তর্জাতিক খেতাব।সময়ের স্বল্পতা ও ব্যস্ততার কারণে বিষয়টি নিয়ে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাথে কোন আলোচনা করা সম্ভব হয়নি।তবে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বললে জানা যায় অনেককিছু।স্টেডিয়ামটির এই বেহাল দশার জন্য তারা যৌথ ভাবে দায়ী করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বর্তমান সরকারের ক্রীড়া মন্ত্রনালয়কে।

    ভদ্র সমাজের খেলা হল ক্রিকেট।যেখানে থাকেনা কোন রাজনীতি কিংবা হানাহানি।ধারাবাহিক পারফরমেন্সে যেখানে বাংলাদেশ আজ সমীহ করার মত দল বিশ্বে,উন্নয়নের এই সময়ের বাংলাদেশের সিংহবাগ ক্রিকেট ভক্তরাই চিনেন না বগুড়ার শহীদ চান্নু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটিকে।আন্তর্জাতিক খেতার প্রাপ্ত ও আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা থাকা সত্বেও বিসিবি কেন নজর দিচ্ছেনা শহীদ চান্নু স্টেডিয়ামের দিকে।দিনে দিনে অবহেলার কারণে কালের গর্বে হারিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের এই স্টেডিয়ামটি।একসময়ের গ্যালারী ভরা স্টেডিয়াম আজ নিতান্তই কেন দর্শকবিহীন শূণ্য মরুভূমিতে রূপান্তরিত হলো?তবে কেন বিসিবির আজ এই অবহেলা?তৎকালীন বিএনপি সরকার কতৃক প্রতিষ্টিত বলে কি বর্তমান সরকার কোন নজর দিচ্ছেনা স্টেডিয়ামটির প্রতি??নাকি বর্তমান সরকারের ক্রীড়া মন্ত্রনালয়ের গাফিলতির কারণে ক্রিকেট ইতিহাসে বিলীন হয়ে যাচ্ছে ৩৪,০০০ হাজার দর্শকক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি?
    আমরা আমার সিলেট টোয়েন্টি ফোর ডটকম পরিবার বিসিবির দৃষ্টি আকর্ষন করে দাবী জানাচ্ছি অবিলম্বে বগুড়ার শহীদ চান্নু স্টেডিয়ামটিকে ধ্বংসের পথ থেকে বাঁচানোর জন্য।বিসিবি এবং সরকারের যৌথ প্রচেষ্টায় জরুরী পদক্ষেপ গ্রহন হলেই শহীদ চান্নু স্টেডিয়ামটি পূণরায় ফিরে পাবে তার আন্তর্জাতিক মান।