হাটহাজারীতে ছাত্রসেনার প্রশিক্ষণ কর্মশালাও ইফতার মাহফিল

    0
    194

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মেঃ  আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, রাজনীতি হতে হবে মানবকল্যাণে। যে রাজনীতির ফলে মানুষ হত্যা করতে হয়, মানুষের ধন-সম্পদের ক্ষতি হয়, তা কখনও আদর্শিক রাজনীতি হতে পারে না। বর্তমানে মানুষের মাঝে ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষা না থাকায় পারস্পরিক হিংসা-বিদ্বেষ, খুন-ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি বৃদ্ধি পেয়েছে।

    এ অবস্থা থেকে উত্তোরণের জন্য পবিত্র মাহে রমজানে আত্মসংযমের আদর্শিক ও নৈতিক শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা নুরুল ইসলাম জিহাদী জবরদখলের রাজনীতির বিপরীতে অহিংস রাজনৈতিক প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পতাকা তলে সাধারণ জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা বৃহত্তর হাটহাজারী উপজেলার উদ্যোগে ২৮ মে সোমবার বিকেলে হাটহাজারী পৌরসভাস্থ জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসার হল রুমে প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত মন্তব্য করেন। উদ্বোধনী বক্তব্যে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি নঈম উল ইসলাম বলেন, মাদক আমাদের সামাজিক কাঠামোকে বিনষ্ট করে দিচ্ছে। আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকসেবীরা অর্থ যোগাতে খুন, সন্ত্রাস, চাঁদাবাজির মত অপরাধেও জড়িয়ে যাচ্ছে।

    ভবিষ্যত প্রজন্ম ও দেশ-জাতিকে রক্ষা করতে হলে সর্বপ্রথম এ সর্বগ্রাসী মাদক নির্মূল করতে হবে। তিনি সরকারের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দল ও ব্যক্তি নিরপেক্ষভাবে মাদকের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন। সরকারি পাঁচটি সংস্থার তদন্তে যেসব গডফাদার বা পৃষ্ঠপোষকদের নাম এসেছে তাদের আইনের আওতায় আনা না গেলে মাদকের মুলোৎপাটন সম্ভব নয়। মাদকের তালিকায় থাকা বর্তমান ও সাবেক ২৫ সংসদ সদস্যসহ সাড়ে চারশ জনপ্রতিনিধি এখনো ধরাছোঁয়ার বাইরে।

    এমনকি মাদক সিন্ডিকেটে আইনপ্রয়োগকারী সংস্থার অনেক সদস্য জড়িত থাকার বিষয়েও অভিযোগ রয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। হাটহাজারী উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ সেকান্দর মিয়ার স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত  সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।

    উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি জননেতা আলহাজ্ব নঈম উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত সমন্বয় কমিটি চট্টগ্রাম উত্তরের সমন্বয়ক অধ্যক্ষ আলামা সৈয়দ মুহাম্মদ খোরশিদ আলম, উপজেলা জাতীয় পার্টির হাটহাজারী উপজেলার লায়ন মুহাম্মদ মহি উদ্দীন।

    এতে আরো বক্তব্য রাখেন আহলে সুন্নাত সমন্বয় কমিটি হাটহাজারী উপজেলার সভাপতি মীর হাসানুল করিম মুনিরী, যুবসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাষ্টার মোঃ ইসমাইল,  মুহাম্মদ তৌহিদুল আলম কোম্পানী, মোঃ তৌহিদুল আনোয়ার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লায়লা কবির ডিগ্রী কলেজের অধ্যাপক আবদুর রহিম, হাটহাজারী উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক এম. এম. ফখর উদ্দীন।

    এতে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা আবুল হাশেম সওদাগর, মুহাম্মদ শাকুর মিয়া, নুরুল ইসলাম,  আনোয়ার হোসেন, আলহাজ্ব মুহাম্মদ কামাল পাশা, ডাঃ জহুরুল হক, নুরুল আমিন হোসাইনী, মাওঃ ইসহাক আনছারী, আলহাজ্ব হারুন সওদাগর, মাওলানা নাজিমূল হক, আঞ্জুমানে খোদ্দামূল মুসলেমীন আরব আমিরাতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মোঃ আবদুল হালিম, পৌরসভা যুবসেনার নেতা মাওঃ ছগির আহমদ, সৈয়দ নেজাম উদ্দীন, ফরিদুল আলম, নাছির উদ্দীন রুবেল, যুবসেনা মুহাম্মদ অহিদুল আলম, মামুনুর রশিদ জাবের, উত্তর জেলা ছাত্রসেনা নেতা শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা মামুনুর রশিদ, মঞ্জুর রানা, নাজিমূল হক বাবলু, বখতিয়ার উদ্দীন, আবদুল মজিদ, আবদুল মোতালেব রাজু, আবদুলাহ আল ফারুক, মোঃ সাহেদুল আলম, মহি উদ্দীন, মোঃ শফিউল আকবর, মুহাম্মদ ইসমাইল, ফুটন্ত ফুলের সভাপতি মোঃ শফিউল আলম প্রমুখ।