হাকালুকি হাওরে মৎস্য চাষ প্রকল্পের পোনা মাছ অবমুক্ত

    0
    235

    আমারসিলেট 24ডটকম ,২৭সেপ্টেম্বর,শাব্বির এলাহীমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের অধীনে হাওর অঞ্চলে মৎস্য চাষ প্রকল্প ও ব্যবস্থাপনা আওতায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাকালুকি হাওরের মুক্ত জলাশয়ে গত ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে পোনা মাছ অবমুক্তি কার্যক্রম এর উদ্বোধন করেন উপজেলানির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম। এসময় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ইউএনও বলেন, বর্তমান মহাজোট সরকার দেশে মৎস্য সম্পদ বৃদ্ধিতে সারাদেশে মৎস্য দপ্তরকে নতুন রুপে সাজিয়ে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

    হাকালুকি হাওড় বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি। হাকালুকি হাওরে মাছ, পাখী এবং গাছ-পালা রক্ষায় কেহ যদি অবৈধ ভাবে হাওরের সম্পদ নষ্ট বা আহরণ বিশেষ করে মাছের বংশ বৃদ্ধিতে বাধাকারী কারেন্ট জালের সাহায্য ডিমওয়ালা মা-মাছ নিধনকারীদের বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহন করা হবে। তিনি মৎস্যজীবিসহ এলাকাবাসীকে এব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান। কুলাউড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০১২-১৩ ইং অর্থবছরের স্থাপিত বিল নার্সারীর বিভিন্ন জাতের প্রায় দু’লক্ষাধিক পোনামাছ হাকালুকি হাওরের তেহরী ঘাট এলাকার মুক্ত জলাশয়ে অবমুক্ত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ আহসান হাসিব খান, জেলার মৎস্য অধিদপ্তর এর সহকারী পরিচালক নৃপেন্দ্র চন্দ্র দাস, কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমর ফারুক, কৃষি কর্মকর্তা মোঃ সফর উদ্দিন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আছির উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা মৎস্য সম্প্রাসারন কর্মকর্তা ওবাদুল হাসান চঞ্চল, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আলমগীর সরকার, ব্যবসায়ী ও মৎস্য চাষী আব্দুল আহাদ রাজা, সোনালী মৎস্যজীবি সম্পাদক মোঃ আব্দুল আজিজ প্রমুখ। পরে নৌকা দিয়ে ভুকশিমইল ইউনিয়নের তেহরী ঘাট এলাকায় পোনামাছ অবমুক্তি করা হয় এবং আগামী বৃহস্পতিবার হাকালুকি হাওরে অবশিষ্ট বিল নার্সারীর পোনা মাছ অবমুক্ত করা হবে।