হাকালুকিতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১,আহত-১৫

    0
    239

    হাবিবুর রহমান খান,জুড়ী: মৌলভীবাজারের জুড়ী সদর জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।আজ মঙ্গলবার সকাল ১১টায় এই ঘটনাটি গটে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা আব্দুল গফুর হাকালুকি হাওরে জমিতে ধান রোপন করেন। প্রতিপক্ষ একই গ্রামের বাসিন্দা ফাতির আলী উক্ত জমি নিজেদের দাবি করে ধান উপড়ে ফেললে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জায়ফরনগর গ্রামের আকবর আলীর পুত্র তাহির আলী (৫৫) ঘটনাস্থলে মারা যান।

    এছাড়াও এখলাছ মিয়া, চান মিয়া, আব্দুল মালিক, আব্দুল খালিক, আনু মিয়া, নাইম মিয়া, ফাতির আলী, লিয়াকত আলী, তুহিন, সেবু মিয়া, খসরু মিয়া, সেবুল মিয়া, লেবু মিয়া ও আব্দুল লতিফসহ উভয় পক্ষের ১৫জন আহত হন।

    এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লিয়াকত আলী, ফাতির আলী, তুহিন ও নাইমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

    জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের ৯ জনকে আটক করা হয়েছে।