হরতাল অবরোধ বন্ধে আইনঃপরিবহন-উৎপাদন-পর্যটন ক্ষতিগ্রস্ত

    2
    322

    আমারসিলেট24ডটকম,১০জানুয়ারীঃ হরতাল-অবরোধ বন্ধে আইনগত ব্যবস্থার কথা ভাবছে  দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
    আজ শনিবার এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
    তিনি বলেন, এফবিসিসিআই পরিচালকরা বৈঠকে দেশে চলমান অস্থিরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সুযোগ থাকলে আইনের আশ্রয় নেয়ার ব্যাপারে তারা (পরিচালকরা) একমত। বিষয়টি খতিয়ে দেয়া হবে।

    কাজী আকরাম বলেন, “দেশের ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সহিংসতা বন্ধে আইনের আশ্রয় নেয়া ছাড়া কোনো বিকল্প নেই।”অবরোধে গড়ে দিনে ক্ষতি হচ্ছে দেড় থেকে দুই হাজার কোটি টাকা বলে  তিনি জানান।

    কাজী আকরাম উদ্দিন বলেন, “হরতাল, অবরোধের কারণে তিনটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো পরিবহন, উৎপাদন ও পর্যটন। অবরোধ, হরতালের কারণে পরিবহন খাত অচল হয়ে গেছে। দুই লাখের বেশি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান অচল হয়ে আছে। ২০ লাখের বেশি পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এই খাতে দৈনিক ২০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।”

    তিনি  আরও বলেন, “পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কক্সবাজারে ২০০ থেকে ৩০০ হোটেলে মন্দা ভাব দেখা দিয়েছে। হোটেলে কোনো লোকজন নেই।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।