হরতাল-অবরোধে দলের ৫নেতার জামিনের শুনানি সম্ভব হচ্ছে না

    0
    193

    আমারসিলেট24ডটকম,১৪ডিসেম্বরঃ বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের টানা একের পর এক হরতাল-অবরোধ কর্মসূচির কারনে আটকে গেছেন আটক দলের ৫ নেতা। দীর্ঘ ৩৭ দিনেও তারা জামিনে মুক্ত হতে পারেননি একের পর এক হরতাল-অবরোধ কর্মসূচির কারনে । বিএনপির আইনজীবীরা বলছেন, হরতাল-অবরোধের কারণে উচ্চ আদালতে আটক বিএনপির ৫নেতার জামিন আবেদনের শুনানি করা সম্ভব হচ্ছে না। স্বাভাবিক পরিস্থিতি থাকলে অনেক আগেই তাদের জামিনে মুক্ত করা সম্ভব হতো।কারাগারে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিঞা, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন চেয়ে গত ২ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করা হয়। কিন্তু অবরোধের কারণে তাদের জামিন শুনানি করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে ৮টি কর্মদিবস পার হলেও শুনানির জন্য জামিন আবেদন আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি। বিএনপি ঘরানার আইনজীবীদের মতে, হরতাল-অবরোধের কারণে হাইকোর্টে বেঞ্চ না বসায় এমনটা হচ্ছে। তাছাড়া আগামী রবিবার থেকে উচ্চ আদালতে শীতকালীন অবকাশ শুরু হচ্ছে। ওইদিন অবকাশকালীন বেঞ্চ বসার কথা থাকলেও জামায়াতে ইসলামীর হরতালের কারণে তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।