হবিগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত-৫০

    0
    191

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫মার্চ,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার আশেড়া ও বাটপাড়া গ্রামে তুচ্ছ বিষয় নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
    স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেলে আশেড়া গ্রামের বর্তমান মেম্বার আশ্বব উদ্দিন ধল বাজারে প্রয়োজনীয় কাজে আসে। এ সময় বাটপাড়া গ্রামের রিপন মিয়ার দোকানে পান কেনার সময় ২ জনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ২ গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়।
    গুরুতর আহত অবস্থায় আব্দুল মন্নান (১৭), ইউসুফ আলী (৩৫), রফিক মিয়া (৪৫), ফরিদ মিয়া (৪৫), জামাল (৩৮), মোহাম্মদ আলী (৪০), আক্তার মিয়া (২০), ফরহাদ (১২), শেরআলী (৫৫), সোয়াব আলী (৫০), জমির আলী (৩৫), মতিন (৫০), আজগর (২৭), কুরশেদ (২৫), ইকবাল (১৮), মানিক (২০), মালই (৪০), জিতু মিয়া (৪২), হেলিম (৩৮), উসমান (৫৫), হায়দর (৫৫) কে সদর হাসপাতাল ভর্তি করা হয়। ভর্তির পর জামাল মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করে।
    এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।