হবিগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত-২০

    0
    245

    নূরুজ্জামান ফারুকী বিশেষ প্রতিনিধিঃ  হবিগঞ্জ সদর উপজেলার কাকুয়াকান্দি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ১৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

    রোববার (১ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাকুয়াকান্দি বিলে মাছ ধরা নিয়ে কাকুয়াকান্দি গ্রামের মৃত বিলাল মিয়ার ছেলে বারিক মিয়া ও একই গ্রামের মৃত কিসমত আলীর ছেলে মন্নান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী শিশুসহ অন্তত ২০ জন আহত হন।

    আহতরা হলেন- জালাল মিয়া (৩৫), রাহেলা খাতুন (৩৮), কাসেম মিয়া (২০), ফয়সল আহমেদ (১৯), এমদাদুর রহমান (১৮), তাহির মিয়া (৬০), রেনু মিয়া (৪৫), মরম আলী (৫০), সোহাগ মিয়া (২৪), সমছু মিয়া (৫০), কাউছার আহমদ (২৬), আব্দুল আউয়াল (৫০), বদরুল আলমকে (১৭) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

    থানার ওসি মো. মাসুক আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।