হবিগঞ্জে ভুয়া ডাক্তার ও ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

    0
    251

    নূরুজ্জামান ফারুকী বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ওই সেন্টারে জয়ন্তী রাণী নামে এক নারীর বিএমডিসি সনদ না থাকা সত্বেও ডাক্তার পদবী ব্যবহার করায় ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

    সূত্রে জানা যায়, উপজেলার হাসপাতাল রোডের অবস্থিত পপুলার ডায়াগনস্টিকে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান ও দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাক্টিশনারের অনুপিস্থিস্থ্যসেবা প্রদানকারী ২ টি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হয়।