হবিগঞ্জে পৃথকস্থানে নৌকা ডুবে শিশুসহ মৃত্যু-৬,আহত-২০

    0
    226

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮সেপ্টেম্বর,নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকা ডুবে নারী শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কয়েকজন জন।
    বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের পশ্চিম দিকে খোয়াই নদীর লম্বাবাক নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
    সন্ধ্যায় প্রায় ত্রিশ জন যাত্রী নিয়ে নবীগঞ্জ থেকে কাশিপুর দৌলতপুর যাওয়ার পথে লম্বাবাক নামকস্থানে পৌঁছলে নৌকাটি ডুবে যায়।
    মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আহাদ ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    তবে স্থানীয় প্রশাসন ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করলেও দুজনের মৃত্যু নিশ্চিত করেছে। নিহতরা হলেন অবলা রানী সরকার (৪৬) মুক্তা রানী দাস (৮)। তারা সদর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

    অপরদিকে  জেলার মাধবপুরে বরযাত্রীবাহি নৌকা ডুবে দুই শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
    শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে উপজেলার সোনাই নদীতে এ ঘটনাটি ঘটে।
    নিহত শিশুরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে শ্রাবন্তী (৬) ও একই গ্রামের ছালেক মিয়ার মেয়ে মুক্তা (১৩)।
    জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে বরযাত্রীবাহি একটি নৌকা হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার মুরাদপুরে যাচ্ছিল। দুপুরে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার সাতবর্গ ব্রিজের কাছে এসে নৌকাটি ডুবে যায়।
    এতে শ্রাবন্তি ও মুক্তা নামের দুই শিশু নিখোঁজ হয়।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তাদির হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।