হবিগঞ্জে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা শীর্ষক

    0
    230

    আমারসিলেট24ডটকম,২৩জানুয়ারীঃ হবিগঞ্জে “ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার এমএমসি’র সহযোগীতায় ও হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর। বিভাগীয় স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির। সভায় বক্তব্য রাখেন- এমএমসি’র মনিটরিং এন্ড রিসার্স অফিসার তাজমুন নাহার লিজা, ইউপি সচিব আব্দুল কাইয়ুম, ইউপি মেম্বার মর্তুজ আলী, সফর আলী, হারুন মিয়া, শাফিয়া খাতুন, আমানত খান, মাহমুদা বেগম, তাপস রায়, গিরেন্ড রায়, আব্দুর রহিম, ব্যবসায়ী ফজলুর রহমান ও উত্তম রায়।

    সভায় বক্তারা বলেন- গ্রাম আদালতকে গতিশীল করতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এতে জনপ্রতিনিধিদের পাশা-পাশি সাংবাদিকদেরকেও অগ্রনি ভূমিকা রাখতে হবে। ছোট খাট বিবাদগুলোও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সমাধান করতে পারলে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অর্থ শ্রম দুটোই লাগব হবে। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে আদালতের এজলাস কক্ষ তৈরী করে পক্ষপাত দুষ্ট মনোভাব পরিহার করে অসহায় নির্যাতিতদের সঠিক বিচার সুব্যবস্থা করা সহ মাঝে মধ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে গ্রাম আদালতের কার্য্যক্রম আর ও গতিশীল করা সম্ভব।