হবিগঞ্জ চা-বাগানগুলোতে পর্যটকদের উপছে পড়া ভিড়

    0
    594

    পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি: করোনার মধ্যেও পর্যটকে মুখরিত হবিগঞ্জের চা-বাগানসহ পর্যটক কেন্দ্রগুলো। তবে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও চা-বাগানগুলোতে ভিড় করেছেন। ঈদে বাড়িতে আসা মানুষজন ছুটছে চা-বাগানসহ বিভিন্ন এলাকায়।

    মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলা সাতছড়ি জাতীয় উদ্যান পর্যটক ঘুরতে দেখা যায়, এছাড়া মাধবপুর উপজেলার জনপ্রিয় জায়গা মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি তেলিয়াপাড়া চা-বাগানে স্মৃতিসৌধ এলাকার এখন ও পর্যটক ভিড়। স্মৃতিসৌধের দক্ষিণপাশে দুটি বোর্ডে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের নাম ও মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তেলিয়াপাড়া চা বাগানে সৈনিকদের ঘাঁটি স্থাপন করেন।

    এছাড়া পর্যটকরা চা বাগানের ভিতরে প্রবেশ করে নানা ধরনে ছবি তোলার জন্য ধুম। অনেকেই দেশের বাড়ি আসায় সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে গেছেন। তারা পার্কে প্রবেশ করতে না পারলেও বাইরে ঘুরাঘুরি করছেন। পার্কের চারপাশেই ভ্রমন পিপাসুদের ভীড় দেখা গেছে। পুরাতন ঢাকা- সিলেট মহাসড়ক ও সাতছড়ি জাতীয় উদ্যান হওয়ার কারনে এ সড়কে মানুষের ভীড় প্রতিদিনই দেখা যায়।