হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপরে

    0
    435

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১অক্টোবর,হবিগঞ্জ প্রতিনিধিঃতিন দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
    রবিবার সকাল ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে এর পরিমাপ করে পানি উন্নয়ন বোর্ড। এ সময় হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপরে।
    জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর শনিবার রাত ১২টার পর থেকে পানি বাড়তে শুরু করে। তবে বাল্লা সীমান্ত এলাকায় বর্তমানে পানি বাড়ার গতি স্থির রয়েছে।
    স্থানীয়রা জানান, খোয়াই নদীর পানি বেড়ে যাওয়ায় শহরের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।