হবিগঞ্জে কাল বৈশাখী তান্ডবে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

    0
    216

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৯এপ্রিল,নিজস্ব প্রতিবেদকঃ  হবিগঞ্জে কাল বৈশাখী তান্ডবে ফের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আর এতে করে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে জেলার বিভিন্ন এলাকার ঘর বাড়ি। অধিকাংশ বাড়ির ঘরেরই টিনের চালা উড়ে গেছে। আবার কোথাও কোথাও গাছ পালার নিচে চাপা পড়েছে ঘর। তবে এতে ক্ষয়-ক্ষতি হলেও বড় ধরণের কোন দূর্ঘটনার খবর পাওয়া যায়নি।
    শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ জেলার উপর দিয়ে এ কাল বৈশাখী ঝড় বয়ে যায়। জানা যায়, গতাকাল উল্লেখিত সময়ে আকস্মিক ভাবে হবিগঞ্জ সদর উপজেলার পইল, তেঘরিয়া, ভাদৈ, কলিমনগর, উচাইল, শাহপুর, হবিগঞ্জ পৌর এলাকা, লাখাই উপজেলার বুল্লা, বামৈ স্বজন গ্রাম, করাব, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ, পুরান বাজার, চুনারুঘাট উপজেলার উবাহাটা, রানীগাও, শিমুলতলা, বাহুবল উপজেলার মিরপুর, শিবপাশা, নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা, কুর্শি, আউশকান্দি, বানিয়াচং উপজেলার মুরাদপুর, দৌলতপুর, বিথঙ্গল ও আজমিরীগঞ্জ উপজেলার পৌর এলাকা, বিরাট, জলসুখাসহ জেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে কাল বৈশাখী তান্ডব বয়ে যায়। এর ফলে ওই সব এলাকার প্রায় শতাধিক ঘর বাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়। উড়ে যায় টিনের চালা ও উপড়ে পড়ে গাছ পালা। অধিকাংশ সড়কে বন্ধ হয়ে হয়ে যায় যান চলাচল।
    এদিকে, ঝড়ে তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা গুলোতে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। অপরদিকে, ঝড়ের কারণে বিদ্যুতের লাইনের উপর গাছ পালা পড়ে যাওয়ায় ঝড়ের সময় থেকেই বিদ্যুৎবিহীন হয়ে পরে পুরো হবিগঞ্জ জেলা।
    বিদ্যুৎঅফিস জানায়, প্রচন্ড ঝড়ের কারণে কিছু কিছু স্থানে বিদ্যুতের তার ছিড়ে যায়। আবার কিছু কিছু স্থানে গাছ পড়ে বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যায়। তাই বিদ্যুৎনা থাকায় জেলা জুড়ে ভূতুরে পরিবেশের সৃষ্টি হয়। পিডিবি’র এক কর্মকর্তা জানান, ঝড়ের পর থেকেই মেরামতের কাজ চলছে। যে কোন সময় বিদ্যুৎসরবরাহ হতে পারে।
    শনিবার (২৯ এপ্রিল) এ রিপোর্ট লেখা আগ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ হয়নি।