হবিগঞ্জের মাধবপুরে পাহাড়ি ঢলে ভেঙ্গে গেছে ব্রীজ

    0
    210

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪এপ্রিল,নিজস্ব প্রতিবেদকঃ টানা ৫ দিনের বৃষ্টি ও ভারতীয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হবিগঞ্জ মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া এলাকায় সোনাই নদীর উপর নির্মিত ব্রীজের মধ্যের পিলার দেবে গেছে। ফলে ব্রীজটি বিধ্বস্ত হয়ে উপজেলা সদরের সঙ্গে কুটানিয়া, হরিশ্যামা গ্রামের জনসাধারনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
    এ ছাড়া উপজেলার অধিকাংশ এলাকার নিচু অঞ্চলের উঠতি বুরো ফসল তলিয়ে গেছে। আবার কৃষকরা আধা পাকা ধান জমি থেকে কেটে বাড়ীতে নিয়ে আসলেও বৃষ্টির কারনে তা গোলায় তুলতে পারছেন না। উপজেলার অধিকাংশ এলাকায় সবজির ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে বুরো ধান ও সবজি চাষ করেছিলেন। লাভের টাকায় দেনা পরিশোধের কথা থাকলেও কৃষকদের আশায় গুড়োবালি।
    আন্দিউড়া আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান-জানান ব্রীজটি ভেঙ্গে যাওায়ায় স্কুলের শিক্ষার্থীসহ জনসাধারন সমস্যায় পড়েছে। তাই ব্রীজটি দ্রুত সংস্কারের দাবি জানান।
    উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক জানান-টানা বৃষ্টিতে উপজেলা প্রান্তিক কৃষকরা ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকগ্রস্থ কৃষককের তালিকার কাজ চলছে।