হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে বিলুপ্তির পথে “মাটির ঘর”

    0
    256

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১জানুয়ারী,শংকর শীল,হবিগঞ্জ থেকেঃ জেলার বিভিন্ন অঞ্চলের সাথে চুনারুঘাট উপজেলায় ও বিলুপ্তির হতে চলছে পুরোনো দিনের মাটিরঘর। একসময়ে উপজেলার মানুষের একমাত্র বাসস্থান ছিলো মাটির ঘর। বর্তমানে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে বিলুপ্তি হয়ে যাচ্ছে এসব মাটির ঘর।

    এখনো উপজেলায় রামগঙ্গা চা বাগান, লস্করপুর চা বাগান, চান্দপুর চা বাগান, বেগমখান চা বাগান, কাপাই চা বাগান ও কালেঙ্গা চা বাগান সহ চা বাগান গুলোতে  মাটির ঘর দেখা গেছে।

    ঐসব চা বাগানে ঘুরে  চা শ্রমিকদের সাথে কথা হলে তারা  জানায়, আমাদের চা বাগান গুলোতে এখনো অনেক পুরনো দিনের মাটিরঘর রয়েছে। তবে বর্তমানে চা বাগান গুলোতে ও এধরনের মাটিরঘর বিলুপ্তি হয়ে যাচ্ছে। অনেক চা শ্রমিকেরা তাদের নিজেদের মত করে মাটিরঘর তৈরি করছে।

    চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিরাজাম মিনারা জানায়, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে উপজেলায় এখন বিলুপ্তি হয়ে যাচ্ছে পুরনো দিনের মাটির ঘর। এমন সময় আসবে এসব মাটির ঘর আর দেখা যাবে না।