হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধিতে তীরবর্তী মানুষ বন্যা আতঙ্কে

0
421
হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধিতে তীরবর্তী মানুষ বন্যা আতঙ্কে
হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধিতে তীরবর্তী মানুষ বন্যা আতঙ্কে

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জঃ গেল কয়েক দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হুহু করে বৃদ্ধি পাচ্ছে দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন নদনদীর পানি। এরই মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর পানি উপচে পড়ার উপক্রম। ভাড়ী বৃষ্টিপাত হওয়ার কারণে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি বেড়েই চলছে। বাল্লায় পানি বিপদসীমার ১১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে নদীর পানি বাড়তে থাকায় বেঁড়িবাঁধ এলাকায় বন্যা আতঙ্কে বিরাজ করছে নদীর তীরবর্তী পাড়ের পার্শ্ববর্তী মানুষের মাঝে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে খোয়াই নদীর পানি একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ও টানা বৃষ্টির ফলে গত কয়েক দিন ধরে হুহু করে বাড়তে থাকে এ নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নদীর পার্শ্ববর্তী এলাকায় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

২০ জুন সোমবার সরেজমিনে দেখা যায়, এভাবেই যদি পানি বাড়তে থাকে তাহলে বিগত সময়ের ভয়াবহ বন্যার পরিস্থিতির চেয়েও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তলিয়ে যেতে পারে মানুষের ফলানো জমির ফসল। বিনষ্ট হতে পারে ঘর-বাড়ী ও বিভিন্ন স্থাপনা।

নদী পাড়ের বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম শুরু হলেই বন্যা আতঙ্কে থাকতে হয় নদী পাড়ের মানুষজন। এ সময় তাঁদের নির্ঘূম রাত কাটাতে হয়।

উল্লেখ্য যে, পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ ঘোষনা দিয়েছে সারারাত বৃষ্টি হওয়ার কারণে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি বেড়ে চলেছে। বাল্লায় পানি বিপদসীমার ১১৫ সে.মি. উপর দিয়ে দপ্রবাহিত হচ্ছে। অতিসত্বর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।  সবাইকে সতর্ক থাকার বিশেষ অনুরোধ করেছে পানি উন্নয়ন বোর্ড হবিগঞ্জ।