হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে লাশ নিয়ে জনতার বিক্ষোভ

    0
    220

    মাধবপুরে উত্যক্তে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-১৫

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৪মে,এম এ কাদেরঃ মাধবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তে বাধা দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত হলো উপজেলার আলাকপুর গ্রামের মাঞ্জু মিয়া (৩৬)। এ ঘটনার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে লাশ দিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলাকপুর গ্রামের বেনু মিয়ার ছেলে সাব্বির মিয়া একই গ্রামের শামছু মিয়ার কন্যা সাথী আক্তারকে উত্যক্ত করে। পরে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন উত্তেজতি হয়ে পড়ে। এ নিয়ে বেনু মিয়ার লোকজন ও শামছু মিয়ার লোকজনের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

    এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মাঞ্জু মিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মঞ্জু মিয়াকে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃতু হয়।
    খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে মাধবপুর থানার এসআই আশিষ কুমার মৈত্র লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতরা হলো মোছেনা খাতুন (৭০) মোস্তকিমা খাতুন (৩৫) জোরেনা খাতুন (২০) জমিলা খাতুন (৩০) আশরাফুল আলম (২০), সরলা খাতুন (৭০) রাকিবা খাতুন (৩০) গুলবাহার (৭০) হাবিবা খাতুন (১১) ছানু বেগম (৩৮) রানু বেগম (২২) আনুফা বেগম (৬০) রোকেয়া খাতুন (৩০)।
    এদিকে নিহত মাঞ্জু মিয়ার খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে তার স্বজন ও গ্রামবাসীরা।

    হাসপাতাল চত্ত্বর থেকে বের হওয়া মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এ দিকে মাঞ্জু মিয়ার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করেছে থানা পুলিশ। বিকালে তার জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম জানান-নিহতের আত্মীয়-স্বজন এখনও লিখিত এজাহার দেয়নি। আসামীদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে।