স্রীমঙ্গলে তথ্য মেলা “২০১৩” শুরু হয়েছে

    1
    256
    স্রীমংলের মেলায় অংশ গ্রহন কারী একটি স্টল
    স্রীমংলের মেলায় অংশ গ্রহন কারী একটি স্টল

    আমারসিলেট 24ডটকম ,২৮সেপ্টেম্বর  : মৌলভীবাজার জেলার স্রীমঙ্গল উপজেলার পৌরসভা মাঠে দু’দিনব্যাপি “আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস” উপলক্ষে এক মেলা অনুশ্তিত হচ্ছে । আজ সকাল সাড়ে ৯ টায় মেলার উদ্ভোধন করেন স্রীমঙ্গল ও কমলগঞ্জের এম পি জাতীয় সাংসদের চিপ হুইপ আব্দুস শহিদ। মেলায় মুক্তি যুদ্দ্যের আলোকচিত্র প্রদর্শনী সহ সরকারী বেসরকারি  মোট ২৪ টি স্টল রয়েছে ।

    স্টল গুলোতে জাতীয় ভিটামিন এ প্লাস কাম্পেইন(৫ অক্টোবর ২০১৩ ইং) সহ এইডস বিষয়ক সচেতনতা,সম্প্রসারিত ঠিকাদান কর্মসূচি, কমীউনীটি প্রশিক্ষন, নবজাতকের বিপদ,মাছের রোগ বালাই,বিল, নার্সারী, মৎসঅভয়াশ্রম ও বাবস্তাপনা, মৎস্য আইন, কৃষি খামার যান্ত্রিকিকরনের মাধ্যমে উৎপাদন, বুরো ধান উৎপাদন সেচ প্রযুক্তি, ইদুরের ক্ষতি ও দমন বাবস্তাপনা, উপাজেলা ই কমিউনিটি  সেন্টার এর সুবিধা,  কম্পউটার প্রযুক্তি সহ বিভিন্ন সেবার তথ্য  নিয়ে  নানান রঙ্গে সাজিয়েছে স্টল গুলো । উদ্ভোধনী   অনুষ্ঠানে সরকারি বিভিন্ন  কর্ম কর্তা সহ বিভিন্ন  রাজনৈতিক নেতারা ও উপপ্সতিত ছিলেন ।