স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরায় শ্রীমঙ্গলে ৬১ জনকে জরিমানা

    0
    289

    আমিনুর রশিদ রুমনঃ  শ্রীমঙ্গলে নো মাস্ক,নো সার্ভিস কার্যক্রম পরিচালনা ও সপ্তাহব্যাপী প্রচার-প্রচারণার পর ১৯ নভেম্বর সন্ধ্যার পর থেকে মাস্ক পরিধান নিশ্চিতে শ্রীমঙ্গল শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
    বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনঘন্টাব্যপি অভিযানে ভ্রাম্যমান আদালত মাস্ক না পরায় ৬১ জনকে ৯ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, তিনি ৩৫ জনকে ৬ হাজার ৮০০ টাকা এবং একই দিনে মাস্ক না পরার দায়ে  শ্রীমঙ্গল সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন  ২৬ জনকে ২ হাজার ৯৫০ টাকা জরিমানা করেন।
    এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস সহ অভিযানে সহযোগিতায় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন এসআই ইউসুফ প্রমুখ । শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, স্বাস্হ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমন আদালতের অভিযান অব্যাহত থাকবে।