স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশের তালিকা

    0
    261

    আমার সিলেট ডেস্কঃ বাংলাদেশ একটি সার্বভৌম,স্বাধীন রাষ্ট্র। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভারত। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বাংলাদেশ সম্পর্কে কূটনৈতিক স্বীকৃতি। বেলা ১১টায় ‘অল ইন্ডিয়া রেডিও’ মারফত ঘোষণা করা হলো যে, ভারত বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। তখনকার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।

    ১৯৭৩ সালের মার্চ পর্যন্ত ৯৮ দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যার আগ পর্যন্ত ১০৪ দেশ (প্রায় সব দেশ সৌদি আরব ও চীন এবং ওমান ছাড়া) বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

    অবশেষে ১৫ আগস্ট মর্মান্তিক ভাবে বঙ্গবন্ধু কে হত্যার পর ১৯৭৫-এ সৌদি আরব ও চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। চীন স্বীকৃতি দেয় ১৯৭৫ সালের ৩১ আগস্ট।

    সৌদি আরবের না দেওয়ার কারণ হিসেবে ‘হিন্দু দেশের মদদে দুনিয়ার সবচেয়ে বড় মুসলিম দেশকে ভাঙার’ আর ‘অখণ্ড পাকিস্তান নীতি’ চীনের কারণ হিসেবে উল্লেখ করা হয়। ওমান স্বীকৃতি দেয় ১৯৭৫ সালের ১৭ আগস্ট।

    ক্রমানুসারে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশগুলো

    ভারত – ০৬ ডিসেম্বর ১৯৭১
    ভুটান – ০৬ ডিসেম্বর মতান্তরে ৭ ডিসেম্বর ১৯৭১
    তৎকালীন পূর্ব জামানি – ১১ জানুয়ারি ১৯৭২
    মঙ্গোলিয়া – ১১ জানুয়ারি ১৯৭২
    পোল্যান্ড – ১২ জানুয়ারি ১৯৭২
    বুলগেরিয়া – ১২ জানুয়ারি ১৯৭২
    মিয়ানমার – ১৩ জানুয়ারি ১৯৭২
    নেপাল – ১৬ জানুয়ারি , ১৯৭২
    বার্বাডোস – ২০ জানুয়ারি ১৯৭২
    যুগোস্লোভিয়া (সার্বিয়া) – ২২ জানুয়ারি ১৯৭২
    টোঙ্গা – ২৪ জানুয়ারি ১৯৭২
    সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) – ২৪ জানুয়ারি ১৯৭২
    চেকোস্লোভাকিয়া (চেক প্রজাতন্ত্র) – ২৪ জানুয়ারি ১৯৭২
    সাইপ্রাস – ২৬ জানুয়ারি ১৯৭২
    হাঙ্গেরি – ৩১ জানুয়ারি ১৯৭২
    অস্ট্রেলিয়া – ৩১ জানুয়ারি ১৯৭২
    ফিজি – ৩১ জানুয়ারি ১৯৭২
    নিউজিল্যান্ড – ৩১ জানুয়ারি ১৯৭২
    সেনেগাল – ০১ ফেব্রুয়ারি ১৯৭২
    ব্রিটেন – ০৪ ফেব্রুয়ারি ১৯৭২
    পশ্চিম জার্মানি* – ০৪ ফেব্রুয়ারি ১৯৭২
    ফিনল্যান্ড – ০৪ ফেব্রুয়ারি ১৯৭২
    ডেনমার্ক – ০৪ ফেব্রুয়ারি ১৯৭২
    সুইডেন – ০৪ ফেব্রুয়ারি ১৯৭২
    নরওয়ে – ০৪ ফেব্রুয়ারি ১৯৭২
    আইসল্যান্ড – ০৪ ফেব্রুয়ারি ১৯৭২
    ইসরায়েল – ০৪ ফেব্রুয়ারি ১৯৭২
    অস্ট্রিয়া – ০৮ ফেব্রুয়ারি ১৯৭২
    পশ্চিম সামোয়া (সামোয়া) – ০৮ ফেব্রুয়ারি ১৯৭২
    কিউবা – ০৯ ফেব্রুয়ারি ১৯৭২
    জাপান – ১০ ফেব্রুয়ারি ১৯৭২
    লুক্সেমবার্গ – ১১ ফেব্রুয়ারি ১৯৭২
    নেদারল্যান্ডস – ১১ ফেব্রুয়ারি ১৯৭২
    বেলজিয়াম – ১১ ফেব্রুয়ারি ১৯৭২
    আয়ারল্যান্ড – ১১ ফেব্রুয়ারি ১৯৭২
    ইতালি – ১২ ফেব্রুয়ারি ১৯৭২
    ফ্রান্স – ১৪ ফেব্রুয়ারি ১৯৭২
    কানাডা – ১৪ ফেব্রুয়ারি ১৯৭২
    সিঙ্গাপুর – ১৬ ফেব্রুয়ারি ১৯৭২
    মরিশাস – ২০ ফেব্রুয়ারি ১৯৭২
    ফিলিপাইন – ২৪ ফেব্রুয়ারি ১৯৭২
    ইন্দোনেশিয়া – ২৫ ফেব্রুয়ারি ১৯৭২
    মালয়েশিয়া – ২৫ ফেব্রুয়ারি ১৯৭২
    মালাবি – ২৯ ফেব্রুয়ারি ১৯৭২
    গাম্বিয়া – ২ মার্চ ১৯৭২
    শ্রীলংকা – ৪ মার্চ ১৯৭২
    সোয়াজিল্যান্ড – ১০ মার্চ ১৯৭২
    গ্রিস – ১১ মার্চ ১৯৭২
    সুইজারল্যান্ড – ১৩ মার্চ ১৯৭২
    লোসোনা – ২১ মার্চ ১৯৭২
    বতসেয়ানা – ২৩ মার্চ ১৯৭২
    জ্যামাইকা – ২৫ মার্চ ১৯৭২
    তাইওয়ান – ২৮ মার্চ ১৯৭২
    মার্কিন যুক্তরাষ্ট্র – ৪ এপ্রিল ১৯৭২
    গ্যাবন – ৬ এপ্রিল ১৯৭২
    মালাগাছি (মাদাগাস্কার) – ১৪ এপ্রিল ১৯৭২
    সিয়েরা লিওন – ২১ এপ্রিল ১৯৭২
    লাওস – ২৫ এপ্রিল ১৯৭২
    লাইবেরিয়া – ২৬ এপ্রিল ১৯৭২
    কোস্টারিকা – ২ মে ১৯৭২
    ভেনিজুয়েলা – ২ মে ১৯৭২
    কলম্বিয়া – ২ মে ১৯৭২
    মেক্সিকো – ১১ মে ১৯৭২
    স্পেন – ১২ মে ১৯৭২
    দক্ষিণ কোরিয়া – ১২ মে ১৯৭২
    ব্রাজিল – ১৫ মে ১৯৭২
    আর্জেন্টিনা – ২৫ মে ১৯৭২
    হাইতি – ২৬ মে ১৯৭২
    চিলি – ১ জুন ১৯৭২
    ইকুয়েডর – ৬ জুন ১৯৭২
    জাম্বিয়া – ২১ জুন ১৯৭২
    রুমানিয়া – ২৮ জুন ১৯৭২
    ইরাক – ০৮ জুলাই ১৯৭২
    তাঞ্জানিয়া – ১২ জুলাই ১৯৭২
    মাল্টা – ১৯ জুলাই ১৯৭২
    ডোমিনিকান রিপাবলিকান – ১৯ জুলাই ১৯৭২
    গুয়াতেমালা – ২২ জুলাই ১৯৭২
    ইয়েমেন-৩১ জুলাই ১৯৭২
    পেরু-১ আগস্ট ১৯৭২
    বলিভিয়া-২ আগস্ট ১৯৭২
    উগান্ডা-১৬ আগস্ট ১৯৭২
    পানামা-২৪ আগস্ট ১৯৭২
    উরুগুয়ে-২৪ আগস্ট ১৯৭২
    আপার ভোল্টা (বারকিনা ফাসো)-১৯ সেপ্টম্বর ১৯৭২
    প্যারাগুয়ে – ২১ সেপ্টম্বর ১৯৭২
    ভ্যাটিক্যান সিটি – ২৫ সেপ্টম্বর ১৯৭২
    হন্ডুরাস – ১৯ অক্টোবর ১৯৭২
    উত্তর ভিয়েতনাম – ২৫ নভেম্বর ১৯৭২
    ইথিওপিয়া – ২৫ নভেম্বর ১৯৭২
    ঘানা – ০৮ ডিসেম্বর ১৯৭২
    আফগানিস্তান – ১৮ ফেব্রুয়ারি ১৯৭৩
    লেবানন – ২৮ মার্চ ১৯৭৩
    মরক্কো – ১৩ জুলাই ১৯৭৩
    আলজেরিয়া – ১৬ জুলাই ১৯৭৩
    তিউনিসিয়া – ১৬ জুলাই ১৯৭৩
    মৌরিতানিয়া – ১৬ জুলাই ১৯৭৩
    দক্ষিণ ভিয়েতনাম – ৩১ জুলাই ১৯৭৩
    আইভরিকোস্ট – ২৩ আগস্ট ১৯৭৩
    জায়ারে (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র) – ০৮ সেপ্টেম্বর ১৯৭৩
    মিসর – ১৫ সেপ্টেম্বর ১৯৭৩
    সিরিয়া – ১৫ সেপ্টেম্বর ১৯৭৩
    নাইজার – ২৪ সেপ্টেম্বর ১৯৭৩
    গিনি-বিসাউ – ৩০ সেপ্টেম্বর ১৯৭৩
    ক্যামেরুন – ০৬ অক্টোবর ১৯৭৩
    গিনি – ১০ অক্টোবর ১৯৭৩
    জর্ডান – ১৬ অক্টোবর ১৯৭৩
    ডাহোমি (বেনিন) – ২২ অক্টোবর ১৯৭৩
    কুয়েত – ০৪ নভেম্বর ১৯৭৩
    ইরান – ২২ ফেব্রুয়ারি ১৯৭৪
    তুরস্ক – ২২ ফেব্রুয়ারি ১৯৭৪
    পাকিস্তান – ২২ ফেব্রুয়ারি ১৯৭৪
    নাইজেরিয়া – ২৭ ফেব্রুয়ারি ১৯৭৪
    কাতার – ০৪ মার্চ ১৯৭৪
    সংযুক্ত আরব আমিরাত – ১০ মার্চ ১৯৭৪
    কঙ্গো প্রজাতন্ত্র-২১ মার্চ ১৯৭৪
    সুদান – ১৬ আগস্ট ১৯৭৫
    সৌদি আরব – ১৬ আগস্ট ১৯৭৫
    ওমান – ১৭ আগস্ট ১৯৭৫
    চীন – ৩১ আগস্ট ১৯৭৫,

    উল্লেখ্য,বাংলাদেশকে ইসরাইল মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম ভাগেই স্বীকৃতি দিয়েছিলো বলে জানা যায়। কিন্তু বাংলাদেশ ইসরাইলের স্বীকৃতিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখান করে। কেননা বাংলাদেশ ফিলিস্তিনকে একমাত্র বৈধ রাষ্ট্র মনে করে থাকে। বাংলাদেশের সাথে ইসরাইলের কোনরকম বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি বাংলাদেশ ইসরায়েলের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি সাংবাদিক সালেহ চৌধুরী নামক এক বাংলাদেশী ব্যক্তি ইসরায়েলে প্রবেশের চেষ্টা করলে ইসরায়েল সরকার তাকে ৭ বছরের জেল দিয়েছিলেন।