স্বরূপের খোঁজে

    0
    295

    স্বরূপের খোঁজে

    আনিছুল ইসলাম আশরাফী

    বাবা থেকে চাচা বড় ?

    মা থেকে ঝি !

    ওস্তাদ থেকে ছাত্র বড় ?

    আসল থেকে ফ্রী !

    মা থেকে শাশুড়ি বড় ?

    ঘর থেকে পড়শী !

    দেশ থেকে বিদেশ বড় ?

    দল থেকে দালালী !

    স্ত্রী থেকে বান্ধবী বড় ?

    দারোগা থেকে মাঝী !

    কর্তা থেকে গিন্নি বড় ?

    মা থেকে মাসী !

    ভাই থেকে বন্ধু বড় ?

    নগদ থেকে বাকী !

    স্বামী থেকে বন্ধু বড় ?

    ট্যাংকী থেকে বালতি!

    নেতা থেকে চামচা বড় ?

    বাঁশ থেকে কঞ্চি !

    সম্পাদক থেকে সংবাদকর্মী বড় ?

    পুকুর থেকে চিংড়ি !

    স্বরূপ খুঁজ বিরূপ ছাড়ো,

    ধোঁকা ছাড়ো আশরাফী।

    কলি কালে এত্ত দেখে,

    কোথায় লুকিয়ে থাকি ?

    রচনাকালঃ বৃহস্পতিবার,১০ সেপ্টেম্বর,২০২০, রাত আড়াইটা।