স্বপ্নকু্ঁড়ি’র উদ্যেগে সাইক্লিং প্রশিক্ষণ সম্পন্ন

    0
    248

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩নভেম্বরঃ   দক্ষিণ চট্টগ্রাম চন্দনাইশ মাওলানা মন্জিলের শিশু কিশোরসংগঠন স্বপ্নকুঁড়ি’র উদ্যেগে “সাইকেল হোক সবার জন্য” স্লোগানে শিশুদের নিয়ে দুই দিন ব্যাপী সাইক্লিং প্রশিক্ষণ সম্পন্ন হয়। গত ২১ নভেম্বর ২০১৭ রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় সাইক্লিং প্রশিক্ষণ উদ্ভোধন করেন স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোহাম্মদ ইমাদ উদ্দীন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগঠনের সদস্য শুভ ও আদনান সামী। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তাবিব, মুশফিক, সাবিত, পাভেল, জয় প্রমুখ।

    উদ্ভোধনকালে মোহাম্মদ ইমাদ উদ্দীন বলেন, ফিট থাকতে সাইক্লিংও দরকার। ঢাকা শহরসহ বিভিন্ন জায়গায় যানজট নিরসনে প্রাইভেট কার বর্জন করে সাইকেল চালানোর জন্য তাগিদ দিয়েছেন। তাছাড়া সড়ক মন্ত্রীকে সারা দেশে  সাইক্লিং এর জন্য আলাদা রাস্তা করার আহবান জানান।প্রেস বার্তা