স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশীর মৃত্যু

    0
    219

    হোসাইন ইকবাল স্পেন থেকে: স্পেনের মাদ্রিদে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোসাইন মোহাম্মদ আবুল (৬৭) নামে  এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বাংলাদেশী অধ্যুষিত লাভাপিয়েস মিনিস্তিলেস রোডে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪ টা ৩০ মিনিটে  মারা যান।তিনি ২২ বছর ধরে স্পেনে রাজধানী মাদ্রিদে বসবাস করতেন, তার দেশের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে জেলায়।

    তিনি অনেক দিন ধরে ঠান্ডা, সর্দি-কাশির পাশাপাশি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান।

    এদিকে মাত্র দুই সপ্তাহের করােনা-ঝড়ে এলােমেলাে স্পেন। করােনাভাইরাসে মৃত্যুর দীর্ঘ মিছিলে মিলছে না প্রিয়জনকে শেষবারের মতাে স্পর্শ করে দেখারও সুযােগ। স্পেনে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৪৫ জনের।  নিউজ লেখার আগ পর্যন্ত ইউরোপের দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ১৯৭ জন।

    এছাড়াও আইসিইউতে আছেন ৩১, ৯০২  জন এবং ৭,০১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।