স্থানীয় কুচক্রিমহল,স্বাধীনতা ও আ’লীগের বিরোধীতাকারীদের

    0
    229

    শিকার সুনামগঞ্জের তাহিরপুরের আলখাছ উদ্দিন

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে স্থানীয় কুচক্রিমহল,স্বাধীনতা ও আ,লীগের বিরোধীতাকারীদের শিকার আলখাছ উদ্দিন খন্দকার। ঐ চক্রটি সম্পাদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ও অসত্য উদ্দেশ্য হাসিল করার জন্য গত ৩০শে মার্চ ২০১৯ইং তারিখে প্ররোচনা দিয়ে হিন্দুদের ৫টি দোকান জোরপূর্বক দখলের চেষ্ঠা ও দেশ ত্যাগের হুমকির অভিযোগ তুলে সুব্রত রঞ্জন দাসসহ অসীম দাস,হৃদয় দাস সাগর,অনিক দাস,সুব্রত দাস ও তমাল দাসকে দিয়ে তাহিরপুর উপজেলা কয়লা আমাদানিকারক সমিতির সভাপতি ও তাহিরপুর উপজেলা আ,লীগের সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকারের বিরোদ্ধে একটি অভিযোগ তাহিরপুর থানায় দায়ের করায়। এই অভিযোগটি পরির্বর্তিত্বে অভিযোগকারীগন বুজতে পেরে সম্পূর্ন মিথ্যা ছিল বলে নিজ মুখে জনসম্মুখে শিকার করে।
    তারা শুক্রবার(১৭মে)বিকালে উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নে জয়বাংলা বাজারে স্থানীয় সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের উপস্থিতিতে অভিযোগকারীদের নিয়ে সভায় জনসম্মুখে উপস্থিত হয়ে অভিযোগকারী সুব্রত রঞ্জন দাস বলেন,প্রকৃতপক্ষে আমাদেরকে দেশ ত্যাগ করার হুমকি ও জোর পূর্বক জায়গা দখলের বিষয়টি সত্য নয়। একটি পক্ষ উদ্দেশ্য প্রনোদিত হয়ে অনলাইন সংবাদ মাধ্যমে এমন প্রচারনা চালিয়েছে। যার সঙ্গে আমরা জড়িত নই। আলখাছ উদ্দিন খন্দকার একজন বিশিষ্ট ব্যাবসায়ী ও নিরীহ মানুষ। উনি অনেক মন্দির মসজিদে দান অনুদান করেন। উনার বিরুদ্ধে যা প্রচার করা হয়েছে তা সম্পূর্ন ভিত্তিহীন। আমরা সামন্য ঝগড়ার বিষয়ে থানায় গিয়েছিলাম কিন্তু একটি পক্ষ আমাদের ব্যবহার করে অসত্য উদ্ধেশ্য হাসিল করতে চেয়েছিল।

    এসময় উপস্তিত ছিলেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা আ,লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবহান আখঞ্জী,উপজেলা আ,লীগ সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তুজা,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির আলী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,উত্তর বড়দল ইউনিয়নের যুবলীগ সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

    উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বলেন,আমরা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান সবাই মিলে মিশে চলাচল করছি বংশ পরম্পরায়। কিছু লোক আলখাছ উদ্দিন খন্দকারের মত একজন বিশিষ্ট ব্যাবসায়ী ও নিরীহ,পরোপকারী মানুষকে সম্মানহানি করার জন্যই এই কাজটি করেয়েছি। তাদের উদ্দেশ্যে ছিল সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে বিশৃংখলা সৃষ্টি করা। তাদের উদ্যেশ্য আর সফল হয় নি। সবার সম্মুখে অভিযোগকারীরাই শিকার করেছে যে অভিযোগ করেছিল তা মিথ্যা।
    তাহিরপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান,অভিযোগে উল্লেখিত পাঁচটি দোকানের মালিক(অসীম দাস,হৃদয় দাস সাগর,অনিক দাস,সুব্রত দাস ও তমাল দাস) আজকের এসভায় উপস্থিতি হয়ে সবাই সামনেই অভিযোগটি মিথ্যে ও ভিত্তিহীন বলেন তারা। আসলে স্থানীয় কুচক্রিমহল,স্বাধীনতা ও আ,লীগের বিরোধীতাকারীদের শিকার উপজেলা আ,লীগের সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার। ভাল মানুষের মুল্যায়ন সব সময় সবার কাছে আছে আর উপর উওলা রাখেন। তাই প্রমান হয়েছে।

    সুনামগঞ্জ ১আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,এলাকায় হিন্দু সম্প্রদায়ের কারো উপর কোন অন্যায় করা হয় নি। তা অভিযোগকারীগন নিজেরাই বলেছে প্রকাশ্যে। সম্পাদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ও অসত্য উদ্দেশ্য হাসিল করার জন্যই অভিযোগ উঠেছিল। এখন সবাই তাদের ভুল বুজতে পেরে থানা থেকে মামলা উঠিয়ে নিয়েছে।

    উল্লেখ্য,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া বাজারের ৫টি হিন্দুদের দোকান জোরপূর্বক দখলের চেষ্ঠা ও দেশ ত্যাগের হুমকি লিখিত অভিযোগ তাহিরপুর কয়লা আমাদানিকারক সমিতির সভাপতি ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলখাছ উদ্দিন খন্দকারের বিরুদ্ধে গত ৩০শে মার্চ ২০১৯ইং তারিখে তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করেন বড়ছড়া বাজারের ব্যাবসায়ী সুব্রত রঞ্জন দাস। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি সংবাদ মাধ্যমে ৫টি হিন্দুদের দোকান দখল ও দেশ ত্যাগের হুমকি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিশিষ্ট কয়লা ব্যাবসায়ী,এলাকায় দানবীর হিসেবে পরিচিত ও একজন পরিচ্ছন্ন রাজনীতিবিধ আলখাছ উদ্দিন খন্দকারের বিরুদ্ধে এমন একটি অভিযোগ তৈরী হওয়ায় উপজেলা জুড়েই আলোচনার সৃষ্টি হয়। সেই সাথে এমন মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সবাই।