সৌদি হামলায় একই পরিবারের শিশু ও নারীসহ ৮ জনের শাহাদত

    0
    226

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭এপ্রিলঃ ইয়েমেনে সৌদি আগ্রাসনের একটি ঘটনায় একই পরিবারের শিশু ও নারীসহ ৮ জন শাহাদত বরণ করেছেন।

    গতকাল সোমবার সা’দা প্রদেশের আনাত এলাকার একটি আবাসিক ভবনে সৌদি বিমানের বর্বরোচিত হামলায় একই পরিবারের এই আট জন সদস্য শহীদ হন।

    সৌদি সরকার ও তার মিত্র সরকারগুলোর জঙ্গি বিমান গতকাল রাজেহ প্রদেশের আবাসিক অঞ্চলসহ সেখানকার অবকাঠামোগুলোর ওপর হামলা জোরদার করে। স্লিইফ বন্দর ও ক্বালা অঞ্চলের শারা বাজারও এইসব হামলার শিকার হয়। সীমান্তবর্তী হাজ্জা প্রদেশেও সৌদি নেতৃত্বাধীন বিমান হামলা হয়েছে।

    এ ছাড়াও সৌদি সরকার ও তার মিত্র সরকারগুলোর যুদ্ধ জাহাজগুলো গতকাল এডেন বন্দর নগরীতে ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

    এদিকে ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইবব প্রদেশে নতুন করে সৌদি বিমান হামলায় স্কুলের অন্তত ৬ শিশু নিহত হয়েছে।

    এ খবরে বলা হয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর আল হামজা বিগ্রেডে হামলার অজুহাতে আজ(মঙ্গলবার) সৌদি জোটের বিমানগুলো এ প্রদেশে হামলা চালায়।

    এদিকে, ইয়েমেনের অবকাঠামো ও বেসামিরক স্থাপনার ওপর সৌদি নির্বিচার বিমান হামলায় দেশটির অধিবাসীদের মধ্যে রিয়াদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করেই গত মাসের ২৬ তারিখ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাস শুরু করেছে সৌদি আরব।ইরনা