সৌদি আরবে ব্লগারকে এক হাজার দোররাঃ১০ বছরের কারাদণ্ড

    1
    516

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭জুন: সৌদি আরবের সুপ্রিম কোর্ট সেখানকার একজন ব্লগারের এক হাজার দোররা এবং ১০ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে।ব্লগার রাফি বাদাওয়ি কে এই সাজা দিলে কয়েকটি দেশ এই রায়ের কঠোর সমালোচনা করেছিল।তবে মার্চ মাসে করা ঐ আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষিতে সৌদি রাজতন্ত্র “আশ্চর্য ও হতাশা” প্রকাশ করে।

    সেই সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রী এক বিবৃতিতে বলেন দেশটির অভ্যন্তরীণ বিষয় আন্তর্জাতিক মহলের নাক গলানোকে তারা গ্রহণ করছে না।২০১২ সালে রাফি বাদাওয়ি নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে ইসলামকে অপমান করার অভিযোগ আনা হয়।

    চার বছর ধরে মি. বাদাওয়ি লিবারেল সৌদি নেটওয়ার্কের মাধ্যমে ধর্ম ও রাজনৈতিক ইস্যু নিয়ে বিতর্ক করাকে উৎসাহিত করছিলেন।

    গত জানুয়ারিতে ৫০ টি দোররা মারা হয় তাকে। কিন্তু পরবর্তী সাজাগুলো স্থগিত করা হয়। এখন সেই সাজার রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট।বিবিসি