সৌদি আরবে আকস্মিক বন্যায় ১৫ জনের মৃত্যু

    0
    248

    আমার সিলেট  24 ডটকম,১৯নভেম্বরঃ সৌদি আরবে ২৪ ঘন্টার ভারী বর্ষণের  কারণে আকস্মিক বন্যায় রাজধানী রিয়াদসহ আশপাশের এলাকায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই সৌদি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে কোন বাংলাদেশি আছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু গতকাল সোমবারই বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ৭ হাজার ফোন কল পাওয়া গেছে। এদের সবাই বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য সিভিল ডিফেন্সকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। সিভিল ডিফেন্স আরো জানিয়েছে, তারা এরইমধ্যে আটশ’ মানুষ ও ৪৫০টি গাড়ী উদ্ধার করতে সক্ষম হয়েছে। এমন আবহাওয়া আরো কয়েক দিন থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদের আবহাওয়া পরিবর্তিত   জলাবদ্ধতার কারণে  রাস্তাঘাট দেখে বুঝার উপায় নেই যে, এটা মরুভূমির দেশ।আকাশে মেঘাচ্ছন্য থেমে থেমে বৃষ্টি হচ্ছে রিয়াদসহ আশপাশের এলাকায় ।