সৌদির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কাতারের আমির

    0
    242

    সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

    কাতারের সরকারি বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি বা কিউএনএ মঙ্গলবার জানিয়েছে, পিজিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য শেখ তামিম দেশের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খালিফা আলে সানিকে প্রতিনিধিদলের প্রধানের দায়িত্ব দিয়েছেন। আেই এ সম্মেলন শুরুর কথা।

    কাতারের আমির শেখ তামিমকে গত সপ্তাহে সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু কাতারের আমির আসন্ন এ বৈঠকের মাধ্যমে দোহা ও রিয়াদের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন অবসানের কোনো এখন দেখছেন না।

    গত ত্রিশ মাস ধরে সৌদি আরব এবং কাতারের ভেতরে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত কাতাররে ওপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে।পার্সটুডে