সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশঃগোয়েন্দা নজরদারী

    0
    231

    আমার সিলেট  24 ডটকম,অক্টোবরআজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই প্রধান বিরোধীদল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ লক্ষ্যে রাতের মধ্যেই মঞ্চ তৈরি করাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও ১৮ দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, শুক্রবার বিকেলে ১৮ দলীয় জোটের এ সমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন। তিনি বলেন, শান্তি ও সমঝোতার স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানেই ১৮ দলীয় জোটের সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আশাকরি সমাবেশে পূর্ণ নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।
    এদিকে আজ শুক্রবার ১৮ দলীয় জোটের সমাবেশকে ঘিরে রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র‌্যাব, বিজিবি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী। বুধবার থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। ১৮ দলীয় জোটের সমাবেশকে ঘিরে বড় ধরনের নাশকতা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই এ ব্যবস্থা নিয়েছে পুলিশ।