সেনাবাহিনীর সদস্যদের সাথে ‘বন্দুক-যুদ্ধে’ ৫ জন অস্ত্রধারী নিহত হয়েছে।

    0
    369

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫আগস্টঃ বাংলাদেশে পুলিশ বলছে, পার্বত্য জেলা রাঙামাটিতে আজ (শনিবার) ভোরে সেনাবাহিনীর সদস্যদের সাথে ‘বন্দুক-যুদ্ধে’ ৫ জন অস্ত্রধারী নিহত হয়েছে।

    এ ঘটনায় সেনাবাহিনীর একজন সদস্যও আহত হয়েছেন।

    ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৫ শতাধিক রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে।

    রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বিবিসিকে বলেন, শনিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার বরাদম গ্রামে অভিযান চালায়।

    ‘সেনা-পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা সেনা-পুলিশের টহল পার্টিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এবং এতে সেনাবাহিনী ও পুলিশ নিজেদের আত্মরক্ষা ও সরকারি মালামাল রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। তাদের মধ্যে অনুমান প্রায় এক ঘণ্টা গুলি বিনিময় হয়।’

    এই বন্দুক-যুদ্ধেই ওই ৫ জন নিহত হয় এবং এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে উল্লেখ করে মি. হাসান বলেন, তারা জনসংহতি সমিতির মানবেন্দ্র নারায়ণ লারমার সমর্থক একটি উপদলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

    এদিকে আহত সেনাসদস্য লিয়াকত আলীকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ উল্লেখ করছে। BBC