সেই পাঁচ পরিবারে খাদ্য পৌছে দিলেন তাহিরপুর ইউএনও

    0
    257

    তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাহতাবপুর গ্রামের হোম কোয়ারেন্টাইনে থাকা সেই পাঁচ পাথর শ্রমিক পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিলেন ইউএনও।
    শনিবার দুপুরে উপজেলা বালিজুরী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মাহতাবপুর গ্রামে গিয়ে ৫টি পরিবারকে চাল,ডাল,তেল,সাবানসহ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।
    এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মল্লিকপুর গ্রামে শ্রমিক পরিবারের আঙ্গিনায় বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জহুর তালুকদার,আ,লীগ নেতা বাবুল মেম্বার,২নং ওর্য়াড মেম্বার মোঃ সুহেল মিয়া,ইউপি সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ ক’জন গ্রামবাসী উপস্থিত ছিলেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন,সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বুজিয়ে বলা হয়েছে। তারা আগে বুজে নি এই করোনা ভাইরাস সম্পর্কে। বুজিয়ে বলায় তারা আমাকে কথা দিয়েছেন তারা হোম কোয়ারেন্টাইন মেনে চলবেন।

    উল্লেখ্য,ঢাকার গাজীপুরে তৈরী পোষাক কারখানা শ্রমিক জহিরুল সর্দি জ্বর কাশিতে আক্রান্ত হয়ে মৃত্যুর পর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে নিয়ে আসে নিহতের লাশ স্বজনরা বৃহস্পতিবার বিকালে। নিকট আতœীয় হিসাবে নামাজে জানাজা ও দাফনে শরীক হতে হয় তাদের।

    এ বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর ভেতর ওই রাতে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ে। পরে ঐ ৫টি শ্রমিক পরিবারের নারী শিশু পুরুষসহ সকলকে বৃহস্পতিবার রাত হতে দুই সাপ্তাহ (১৪) দিন হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শনা দেয় উপজেলা প্রশাসন। এরপর থেকে নিজ বাড়ি হতে বের হতে না পেরে ওই শ্রমিক পরিবারে দেখা দেয় খাদ্য সংকট।