সূফি দর্শনের বিকাশই জঙ্গিবাদ রুখে দিতে পারে

    0
    191

    “১২মার্চ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শানে মোস্তফা (দ.) আন্তর্জাতিক সম্মেলন”

    শানে মোস্তফা (দ.) প্রচার ফোরাম বাংলাদেশ এর আয়োজনে আগামী ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর ৩টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শানে মোস্তফা (দ.) আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ সাকিব ইকবাল সামী (বার্মিংহাম, ইউ.কে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান বক্তা থাকবেন ভারতের ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফেজ ক্বারী সাখাওয়াত হোসাইন বারকাতী।

    মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানসীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভা-ারীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সম্মেলনে উদ্বোধক থাকবেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান একুশে পদক বিজয়ী সূফি মোহাম্মদ মিজানুর রহমান। সম্মেলন সফল করতে ৯ মার্চ বিকালে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় প্রস্তুতি সভা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাফেজ মাওলানা মঞ্জুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন হিজরি নববর্ষ উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। মুহাম্মদ রবিউল হোসাইনের স ালনায় সভায় আরো বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ মহিউদ্দীন, ডিকে শাহী গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সাংস্কৃতিক সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাদরাসা ছাত্রফ্রন্টের মহাসচিব মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ মূসা প্রমূখ। সভায় প্রধান অতিথি নঈমুল ইসলাম বলেন, আজ সারাবিশ্বে ইসলাম ধর্মের অপব্যাখ্যা প্রদান করে যে জঙ্গিগোষ্ঠীর জন্ম দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে পারে ইসলাম ধর্মের সুফি দর্শন।

    এই দর্শনের মধ্য দিয়ে ইসলাম ধর্মের নৈতিকতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতার প্রায়োগিক প্রয়োগ ঘটতে পারে। শানে মোস্তফা (দ.) আন্তর্জাতিক সম্মেলনকে সময়োপযোগী পদক্ষেপ আখ্যা দিয়ে তিনি সর্বস্থরের মানুষকে সম্মেলন সফল করে ইসলামে সত্যিকারের দর্শন বিস্তৃত করণে অবদান রাখার আহবান জানান।