সুরক্ষিত থাকুক আমার মা-বোন…

    0
    254
    শুক্রবার ৯ নভেম্বর কানিহাটি চা বাগানের ৩৫ জন জন মেয়েদেরকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়  স্যানিটারি ন্যাপকিন ও সহায়ক সামগ্রী।
    জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউ সদস্য, সদস্য সীতারাম  বীন,ইউপি সদস্যা নমিতা সিং চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি প্রতাপ রিকিয়াসন,সম্পাদক বৈকুণ্ঠ রবিদাস,রনজিত রবিদাস,রাজকুমার রবিদাস।মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দিপা শীল,বাসন্তি রাজভর,সুমি পিরেগু,রিতা সাহা,শিপা রবিদাস,অষ্টমী গোয়ালা,শিউলি রেলী।
    জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস বলেন,কানিহাটি চা বাগানের মতো সকলের সহযোগিতা পেলে আমরা বাঙ্গালদেশের প্রতিটি চা বাগানে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা  বিষয়ে প্রশিক্ষণ ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও সহায়ক সামগ্রী প্রদান করবো।
    উপস্থিত অন্যান্য অতিথিগণ তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।