সুন্দরবন বিধ্বংসী তাপবিদ্যুৎকেন্দ্র না করার আহবানঃসুলতানার

    1
    250

    আমারসিলেট24ডটকম,১০মেঃ বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন  বিধ্বংসী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সাবেকতত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পরিবেশ এবং মানবাধিকার নেত্রী এডভোকেটসুলতানা কামাল। একই সঙ্গে সুন্দরবনের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় দলমতনির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।  শনিবার দুপুরে মংলাবন্দরের শ্রমিক সংঘ মিলনায়তনে সুন্দরবন রক্ষায় আয়োজিত পরিবেশ মহাসমাবেশেপ্রধান অতিথির  বক্তৃতায় এডভোকেট সুলতানা কামাল এ কথা বলেন। তিনি আরওবলেন,লুটেরাদের হাত থেকে সুন্দরবন কে বাচাতে হবে ।সরকারের সম্মতি নিয়ে আবারকথনও সরকারের সম্মতি ছাড়াই লুটে নিচ্ছে দেশীয় সম্পদ । জীবনের তাগিদে জনগণএগিয়ে এসে তাদের প্রতিহত করবে । তিনি হুশিয়ারি উচ্চারণ কওে বলেন,একুশেরভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ সালেও জনগণ  আন্দোলন করে লুটেরাদের প্রতিহতকরেছে । সুন্দরবন বাচাতে হবে । বিদ্যুতের জন্য সুন্দরবন ধ্বংস করা যাবেনা।সুন্দরবন আমাদের বেচে থাকতে সহায়তা করছে । বাগেরহাটের রামপালে সুন্দরবনসংলগ্ন এলাকায় ভারত-বাংলাদেশ যৌথ মালিকানায় নির্মাণাধীন কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি আরও বলেন , সরকার ইচ্ছা করলেবন্দর. নগর ও শহর এবং শিল্প এলাকা গড়তে পারবে কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে ওঠাসুন্দরবন ধ্বংস হলে তা আর কখনই তৈরি হবে না। সেভ দ্যা সুন্দরবনফাউন্ডেশনের চেয়ারম্যান ড.শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতাকরেন, বিডিএস চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, বাপা’র যুগ্মসম্পাদক শরীফ জামাল ও স্থানীয় বাপা নেতা মোঃ নুর আলম শেখ , মংলা বন্দর  শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক একেএম শাহাবুদ্দিন ,বিএনপি নেতা মাহাবুবুররহমান মানিক প্রমুখ। ”সুপার ফ্লপ করেছে পরিবেশ মহাসমাবেশ” সুপার ফ্লপ করেছেপরিবেশ মহাসমাবেশ ।শনিবার সকালে মংলার শ্রমিক সংঘ মিলনায়তনে সুন্দরবন রক্ষাকমিটি পরিবেশ মহাসমাবেশ করে ।এতে সভাপতিত্ব করেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। লায়ন ড. শেখ ফরিদ বাগেরহাট -৩ (মংলা-রামপাল ) আসনের বিএনপির হয়ে সংসদ  সদস্য প্রার্থী হতে আগ্রহী । যেহেতু রাজনৈতিক ব্যক্তি তাই এই  পরিবেশমহাসমাবেশ অনেকে আসার ইচ্ছা থাকলেও আসেনি । মংলা বন্দর  শ্রমিক সংঘমিলনায়তন ৬২০ আসন বিশিষ্ট হলেও এর অধিকাংশই ছিল ফাকা। সুন্দরবন কে বাঁচানোরসভা-সমাবেশে মংলাতে অনেক লোক সমবেত হতে এর আগে দেখা গেছে ,তবে এবারই এরব্যতিক্রম হল । মংলা বন্দর  শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক একেএম শাহাবুদ্দিনজানান,লোক সমাগমে বাধা পরায় লোক সমাগম কিছুটা কম হয়েছে । আমন্ত্রিত অতিথিব্যারিস্টার  শেখ মো. জাকির হোসেন জানান,প্রচার প্রচারণা কম করা হয়েছে ।তাইলোক সমাগমও কম হয়েছে । প্রচার প্রচারণা বেশি হলে শেষ পর্যন্ত পরিবেশমহাসমাবেশ  করতে সরকার বাধা দিত ।তবে  লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম  বক্তব্যেবলেছেন, তিনি দেশ ও মাটির টানে এই পরিবেশ মহাসমাবেশ এসেছেন ।এর সাথে কোনরাজনীতি নেই।সুত্রঃইনকিলাব।